Ajker Patrika

নীলফামারীতে ৭ মাসে ই-ট্রাফিক মামলায় আড়াই কোটি টাকা জরিমানা আদায়

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২২: ২৭
নীলফামারীতে ৭ মাসে ই-ট্রাফিক মামলায় আড়াই কোটি টাকা জরিমানা আদায়

নীলফামারীতে সাত মাসে ৭ হাজার ৮৮৭টি ই-ট্রাফিক মামলা হয়েছে। এসব মামলায় জরিমানা আদায় হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৩০০ টাকা। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

আসন্ন ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষার্থে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে গত বছরের ২৮ আগস্ট থেকে চলতি বছরের ১১ এপ্রিল পর্যন্ত প্রায় সাত মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন পুলিশ সুপার।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার জানান, এ সময়ের মধ্যে অপহরণের শিকার ২৩৫ জনকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। চুরি বা ছিনতাই হওয়া ৫২৪টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ১ হাজার ৪৮৭টি চাকরির যাচাই-বাছাই (ভিআর), ২৫৬টি মোটর ড্রাইভিং যাচাই (ভিআর), ৮ হাজার ৬৭৭টি ই-পাসপোর্ট, ১ হাজার ৭৯৪টি পুলিশ প্রত্যয়ন ও ২২০টি ভেটিং পাওয়ার পর তা নিষ্পত্তি করা হয়েছে। পুলিশি তৎপরতার কারণে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গরু আসা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও নববর্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতির কথা জানানো হয় ওই সংবাদ সম্মেলনে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সহযোগিতা চান পুলিশ সুপার। পুলিশ সুপার বলেন, ‘নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রমের কারণে বাইকচালকদের মধ্যে হেলমেট ব্যবহারের প্রবণতা বেড়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি ট্রাফিক নজরদারি বাড়ানোর কারণে জেলায় সড়ক দুর্ঘটনা কমেছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু নাহিদ পারভেজ চৌধুরী, সেলিম আহমেদ, ডিআইও-১ মো. আবদুর রাজ্জাক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত