Ajker Patrika

‘পায়ে পা লাগিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে বিএনপি’

শিপুল ইসলাম, রংপুর থেকে
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৪: ১৩
‘পায়ে পা লাগিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে বিএনপি’

শান্তিপ্রিয় রংপুরকে অশান্ত নগরী তৈরির পাঁয়তারা করছে বিএনপি। তারা পরিকল্পিতভাবে ভিন্ন উদ্দেশ্যে আমাদের ব্যানার, ফেস্টুন, পোস্টারের ওপরে তাদের ব্যানার রাতের অন্ধকারে লাগিয়ে দিয়েছে। তারা পায়ে পা লাগিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সাফি। 

আজ শুক্রবার দুপুর ১২টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রংপুর নগরীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুনের ওপর বিএনপির নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুন লাগানো ও উসকানিমূলক কার্যকলাপের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়। 

আওয়ামী লীগের নেতা সাফি বলেন, ‘আমরা চাই বিএনপি তাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করুক। কিন্তু তারা বিশৃঙ্খলার জন্য বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবির ওপর তাদের ব্যানার টানিয়ে দিয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। তারা আজকের মধ্যে যদি এসব ব্যানার-ফেস্টুন অপসারণ না করে, তাহলে আমাদের নেতা-কর্মীরা সেটি অপসারণ করতে বাধ্য হবে। এতে করে যদি নগরীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে এর দায়িত্ব বিএনপিকে নিতে হবে।’ 

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বিএনপিকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বলেন, ‘তাদের (বিএনপি) কাজ হচ্ছে জঙ্গি কায়দায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজকে যে ঘটনা, তা তাদের পরিকল্পনার একটি অংশ। যেখানে বঙ্গবন্ধুর ছবি থাকে, সেখানে কীভাবে তারা তাদের নেতার ছবি লাগায়!’ 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত