Ajker Patrika

সন্তান হত্যায় বাবা ও সৎমায়ের বিচারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯: ০৭
সন্তান হত্যায় বাবা ও সৎমায়ের বিচারের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ছয় বছরের শিশুসন্তান হত্যার অভিযোগ তুলে বাবা ও সৎমায়ের বিচারের দাবি জানিয়েছেন মোছা. রুনা বেগম নামের এক নারী। আজ বৃহস্পতিবার সদর উপজেলার ভাউলারহাটে এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি জানান।

মানববন্ধনে রুনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার সাবেক স্বামী মাসুদ রানা, তাঁর স্ত্রী বিলকিস আক্তার ও শ্বশুর মতিউর রহমান চক্রান্ত করে শ্বাসরোধে হত্যার পর আব্দুল্লাহ পুষ্পকে পুকুরের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় পরদিন গত ৯ ডিসেম্বর থানায় হত্যা মামলা করি। তাতে মাসুদ রানা, তাঁর স্ত্রী বিলকিস ও বাবাসহ আটজনকে আসামি করি। কিন্তু এখন পর্যন্ত মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছি। প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে অংশ নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় খালেকুল ইসলাম, আবদুল কাদের, শফিকুলসহ গ্রামের কয়েকজন বাসিন্দা।

উল্লেখ্য, ৮ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকার একটি পুকুর থেকে শিশু আব্দুল্লাহ পুষ্পের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা মাসুদ রানা ও তাঁর সাবেক স্ত্রী (শিশুটির মা) রুনা বেগম পরস্পরকে দায়ী করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত