বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকের মাথা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনের নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার। বক্তব্য দেন নিহত লাভলু মিয়ার স্ত্রী রায়হানা, ছেলে রায়হান মিয়া, মেয়ে লাবনী, সাবেক বিএনপি নেতা হুমায়ুন কবির মানিক, আবুজার গফফারী, এনামুল হক প্রমুখ। মানববন্ধনে পাঁচ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। লাভলু মিয়া উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।
মানববন্ধনে লাভলুর স্ত্রী রায়হানা বলেন, ৫ এপ্রিল দিনদুপুরে প্রকাশ্যে কুকুরের মতো পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে।
লাভলুর ছেলে মামলার বাদী রায়হান মিয়া বলেন, ‘আমার বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ছয় দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ চাইলে এত দিন লাগত না বাবার হত্যাকারীদের গ্রেপ্তার করতে। কিন্তু আসামিপক্ষের টাকার কাছে পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে। এ কারণে পুলিশ মূল আসামিদের ধরছে না।’
লাভলুর মেয়ে লাবনী বলেন, ‘বাবা আমাদের বটগাছ ছিলেন। কী অপরাধ করেছিলেন আমার বাবা? তাঁকে কেন এভাবে পিটিয়ে হত্যা করা হলো? এভাবে তো কেউ কুকুরকেও মারে না।’ লাবনী বলেন, ‘আজ সাত দিন ধরে রাতে ঘুমাতে পারছি না। ঘুমাতে গেলে কানে আওয়াজ বাজে, মা আমাকে বাঁচাও।’
ওই মানববন্ধনে নেতৃত্ব দেওয়া মোশারফ হোসেন সরকার বলেন, লাভলুকে নৃশংসভাবে যাঁরা হত্যা করেছেন, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সাবেক বিএনপি নেতা এনামুল হক বলেন, ‘মানিক চেয়ারম্যানের নেতৃত্বে লাভলুসহ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এতে লাভলু মারা যায়। আমরা লাভলুর হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসি দাবি করছি।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, এজাহারভুক্ত একজনসহ ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জানতে চাইলে আসামিপক্ষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি।
৫ এপ্রিল দুপুরে বদরগঞ্জে একটি দোকানের ভাড়া দেওয়া–নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত লাভলু মিয়া নিহত হন। ৭ এপ্রিল বদরগঞ্জ থানায় নিহত লাভলুর ছেলে রায়হান মিয়া বাদী হয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মানিক (৫০), তাঁর ছেলে তানভীর আহম্মেদ তমাল (৩২), বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সারোয়ার জাহান মানিকসহ (৫৫) ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
রংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকের মাথা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনের নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার। বক্তব্য দেন নিহত লাভলু মিয়ার স্ত্রী রায়হানা, ছেলে রায়হান মিয়া, মেয়ে লাবনী, সাবেক বিএনপি নেতা হুমায়ুন কবির মানিক, আবুজার গফফারী, এনামুল হক প্রমুখ। মানববন্ধনে পাঁচ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। লাভলু মিয়া উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।
মানববন্ধনে লাভলুর স্ত্রী রায়হানা বলেন, ৫ এপ্রিল দিনদুপুরে প্রকাশ্যে কুকুরের মতো পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়েছে।
লাভলুর ছেলে মামলার বাদী রায়হান মিয়া বলেন, ‘আমার বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ছয় দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ চাইলে এত দিন লাগত না বাবার হত্যাকারীদের গ্রেপ্তার করতে। কিন্তু আসামিপক্ষের টাকার কাছে পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে। এ কারণে পুলিশ মূল আসামিদের ধরছে না।’
লাভলুর মেয়ে লাবনী বলেন, ‘বাবা আমাদের বটগাছ ছিলেন। কী অপরাধ করেছিলেন আমার বাবা? তাঁকে কেন এভাবে পিটিয়ে হত্যা করা হলো? এভাবে তো কেউ কুকুরকেও মারে না।’ লাবনী বলেন, ‘আজ সাত দিন ধরে রাতে ঘুমাতে পারছি না। ঘুমাতে গেলে কানে আওয়াজ বাজে, মা আমাকে বাঁচাও।’
ওই মানববন্ধনে নেতৃত্ব দেওয়া মোশারফ হোসেন সরকার বলেন, লাভলুকে নৃশংসভাবে যাঁরা হত্যা করেছেন, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সাবেক বিএনপি নেতা এনামুল হক বলেন, ‘মানিক চেয়ারম্যানের নেতৃত্বে লাভলুসহ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এতে লাভলু মারা যায়। আমরা লাভলুর হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসি দাবি করছি।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, এজাহারভুক্ত একজনসহ ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জানতে চাইলে আসামিপক্ষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি।
৫ এপ্রিল দুপুরে বদরগঞ্জে একটি দোকানের ভাড়া দেওয়া–নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত লাভলু মিয়া নিহত হন। ৭ এপ্রিল বদরগঞ্জ থানায় নিহত লাভলুর ছেলে রায়হান মিয়া বাদী হয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মানিক (৫০), তাঁর ছেলে তানভীর আহম্মেদ তমাল (৩২), বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সারোয়ার জাহান মানিকসহ (৫৫) ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে