Ajker Patrika

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত, শাস্তির দাবিতে বিক্ষোভ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২২, ১৫: ৩৮
বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত, শাস্তির দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ইজিবাইকে করে কলেজে যাওয়ার পথে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের একাদশ শ্রেণির দুই কলেজছাত্রীকে উত্ত্যক্ত এবং গায়ে হাত দেওয়ার অপরাধে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ। আজ রোববার সকালে উপজেলায় এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক এ ঘটনায় ওই দুই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় গাছ ফেলে অবরোধ এবং ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। পরে কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত করে শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে যান। 

আটককৃত দুই যুবক হলেন বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের খোরশেদ আলী ছেলে জনি হাসান (২৫) ও চাকদহ গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাজু ইসলাম (২২)। 

উত্ত্যক্তের শিকার কলেজছাত্রী জানান, লাহিড়ী থেকে কলেজে যাওয়ার জন্য ইজিবাইকে উঠলে জনি হঠাৎ মাঝপথে চালককে নামিয়ে দিয়ে গাড়ি চালানো শুরু করেন। এরপর রাজু ইসলাম যাত্রী হিসেবে ওঠার পর মাঝ রাস্তায় আমার গায়ে হাত দেওয়া শুরু করেন। ইজিবাইক কলেজ গেটে পৌছালে আমার চিৎকারে সহপাঠীরা এসে দুজনকে আটক করে কলেজে নিয়ে যায়। 

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ড. তৈয়বা খাতুন বলেন, ‘শিক্ষার্থীদের কলেজ যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা তৎপর। অভিযুক্ত দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শান্ত করে ক্লাসে ফেরানো হয়েছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা করছি।’ 

তবে, আটক দুই যুবককে কলেজ থেকে থানায় নিয়ে যাওয়ার সময় নিজেদের নির্দোষ দাবি করে জানান, শিক্ষার্থীরা তাদের ফাঁসানোর চেষ্টা করছে। তারা কোনো অপরাধ করেনি। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, কলেজ থেকে দুই যুবককে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অধ্যক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত