বগুড়া প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে উঠেছে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের গৃহবধূ মীম খাতুনকে (২৫) হত্যার অভিযোগে আজ রোববার স্বামী ইবরাহীম মণ্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে গাবতলী থানা-পুলিশ।
গ্রেপ্তার হওয়া ইবরাহীম কালাইহাটা গ্রামের করিম মণ্ডলের ছেলে। নিহত মীম বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও ইবরাহীমের প্রথম স্ত্রী। হত্যাকাণ্ডের অভিযোগে রোববার সকালে গাবতলী মডেল থানায় নিহতের বাবা আনোয়ার হোসেন ইবরাহীমসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে মীমের সঙ্গে ইবরাহীমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মীমকে মারধর করতেন স্বামী ইবরাহীম। যৌতুকের টাকা না পেয়ে মাস পাঁচেক আগে আরেকটি বিয়ে করেন ইবরাহীম। এতে ক্ষিপ্ত হয়ে মীম তাঁর স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন এবং বাবার বাড়ি চলে যান। পরে বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সালিস হয়। সালিসে বিরোধ মীমাংসা করে মীমকে আবার ইবরাহীমের বাড়িতে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরও ইবরাহীম মীমের পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। পরে গতকাল শনিবার মধ্যরাতে মীমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইবরাহীমের স্বজনেরা মীমের বাবার বাড়িতে খবর দেন। খবর পেয়ে মীমের বাবা আনোয়ার হোসেনসহ স্বজনেরা মীমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত ইবরাহীমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
বগুড়ার গাবতলী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে উঠেছে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের গৃহবধূ মীম খাতুনকে (২৫) হত্যার অভিযোগে আজ রোববার স্বামী ইবরাহীম মণ্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে গাবতলী থানা-পুলিশ।
গ্রেপ্তার হওয়া ইবরাহীম কালাইহাটা গ্রামের করিম মণ্ডলের ছেলে। নিহত মীম বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও ইবরাহীমের প্রথম স্ত্রী। হত্যাকাণ্ডের অভিযোগে রোববার সকালে গাবতলী মডেল থানায় নিহতের বাবা আনোয়ার হোসেন ইবরাহীমসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে মীমের সঙ্গে ইবরাহীমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মীমকে মারধর করতেন স্বামী ইবরাহীম। যৌতুকের টাকা না পেয়ে মাস পাঁচেক আগে আরেকটি বিয়ে করেন ইবরাহীম। এতে ক্ষিপ্ত হয়ে মীম তাঁর স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন এবং বাবার বাড়ি চলে যান। পরে বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সালিস হয়। সালিসে বিরোধ মীমাংসা করে মীমকে আবার ইবরাহীমের বাড়িতে উঠিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরও ইবরাহীম মীমের পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। পরে গতকাল শনিবার মধ্যরাতে মীমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইবরাহীমের স্বজনেরা মীমের বাবার বাড়িতে খবর দেন। খবর পেয়ে মীমের বাবা আনোয়ার হোসেনসহ স্বজনেরা মীমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযুক্ত ইবরাহীমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় দিনদুপুরে গুলি ছুড়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্ধলক্ষাধিক টাকা লুটে নিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ৮-৯ জন কিশোর গ্যাং সদস্য মোটরসাইকেলে হেলমেট পরে এসে মো. সোহাগ ইসলাম (৪২) নামের একজনের ব্যবসাপ্রতিষ্ঠানে এই লুট
৭ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজনীতি নিষিদ্ধ। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনা ভেঙে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে অংশ নিয়েছেন আশিক ইকবাল নামের এক কর্মকর্তা। তিনি রুয়েটের সংস্থ
২১ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার (৪ মে) বিকেলের দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচিতে নিহত পরীক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা অংশ নেন।
২৫ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে এক দফা আন্দোলন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা ১৮ দিন নানা দাবির পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এক দফার ঘোষণা দেন। পরে এই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এর আগে বেলা ১১টায় উপাচার্য ড. শুচিতা শরমিন সংবাদ সম
৩৫ মিনিট আগে