নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীর সবাই মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর রাতেই দুজনের মৃত্যু হয় এবং আজ (বুধবার) সকালে মারা যায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা আরেকজন। দুর্ঘটনাটি ঘটে পত্নীতলার পার্বতীপুর মোড়ে, মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কে।
নিহত তিন শিক্ষার্থী হলো নওগাঁর মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার সুনিবির আশরাফ (১৭), হৃদয় হোসেন (১৭) ও সাদনান সাকিব (১৭)। তারা তিনজনই বন্ধু এবং একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে করে নজিপুর বাজারে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় পার্বতীপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা খায় তাদের মোটরসাইকেলটি।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুনিবির আশরাফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হৃদয় ও সাদনানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই হৃদয়ের মৃত্যু হয়।
আজ বুধবার সকালে রাজশাহীতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদনান সাকিব। তিন বন্ধুর একসঙ্গে এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মহাদেবপুরের মাস্টারপাড়ায়।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, ‘ওই তিন শিক্ষার্থীর বাড়ি মহাদেবপুরে। সড়ক দুর্ঘটনায় রাতে দুজনের মৃত্যু হয় এবং একজন আহত হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আহত ওই শিক্ষার্থীও মারা গেছে।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ওই বাসের পেছনে গিয়ে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। ঘটনার পর একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীর সবাই মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর রাতেই দুজনের মৃত্যু হয় এবং আজ (বুধবার) সকালে মারা যায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা আরেকজন। দুর্ঘটনাটি ঘটে পত্নীতলার পার্বতীপুর মোড়ে, মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কে।
নিহত তিন শিক্ষার্থী হলো নওগাঁর মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার সুনিবির আশরাফ (১৭), হৃদয় হোসেন (১৭) ও সাদনান সাকিব (১৭)। তারা তিনজনই বন্ধু এবং একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে করে নজিপুর বাজারে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় পার্বতীপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা খায় তাদের মোটরসাইকেলটি।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুনিবির আশরাফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হৃদয় ও সাদনানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই হৃদয়ের মৃত্যু হয়।
আজ বুধবার সকালে রাজশাহীতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদনান সাকিব। তিন বন্ধুর একসঙ্গে এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মহাদেবপুরের মাস্টারপাড়ায়।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, ‘ওই তিন শিক্ষার্থীর বাড়ি মহাদেবপুরে। সড়ক দুর্ঘটনায় রাতে দুজনের মৃত্যু হয় এবং একজন আহত হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আহত ওই শিক্ষার্থীও মারা গেছে।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ওই বাসের পেছনে গিয়ে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। ঘটনার পর একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন বিকেল সাড়ে ৫টার দিকে তুরাগ নদে চাপাইর ব্রিজের পশ্চিমে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
১০ মিনিট আগেঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জন বাস যাত্রী। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের...
২৬ মিনিট আগেঅনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি ১৮ জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে চিকিৎসা শেষে ওষুধ ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত এই রোগে আক্রান্ত মানুষদের সমাজে অনেকেই অবহেলা করে। অনেক সময় তাদের ‘হাসির পাত্র’ বানানো হয়। তাদের মুখে প্রকৃত হাসি থাকে না।
২৮ মিনিট আগেরাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে শেওড়াপাড়ায় ২৬৬ নম্বর মেট্রোরেল পিলারের কাছে এ ঘটনা ঘটে। বাসে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়ার পর দুর্বৃত্তরা গুলি ছুড়ে বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৩৩ মিনিট আগে