Ajker Patrika

কপাল খুলল আসিফের, ভাঙল রাঙ্গার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৪: ৫২
কপাল খুলল আসিফের, ভাঙল রাঙ্গার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও দলটির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তাঁর রংপুর-১ আসনে এবার প্রার্থী করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে।

জাতীয় পার্টির প্রার্থীর তালিকা প্রকাশের পরপরই রংপুর-১ আসনের বিভিন্ন জায়গায় আসিফ সমর্থকদের উল্লাস, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে দেখা গেছে। পাশাপাশি রাঙ্গা সমর্থকদের মধ্যে হতাশা দেখা যায়। এ পরিস্থিতিতে সাধারণ মানুষও বেশ কৌতূহলী হয়ে উঠেছে।

গতকাল সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। ওই তালিকায় নাম না থাকা মসিউর রহমান রাঙ্গা সংবাদমাধ্যমকে বলেন, ‘জাতীয় পার্টি এখন পরগাছা দলে রূপান্তরিত হয়ে গেছে। আওয়ামী লীগের ওপর ভর করে আর কত দিন? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।’

উল্লেখ্য, জাতীয় পার্টিতে দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং চেয়ারম্যান জি এম কাদেরের দ্বন্দ্বের রেশ ধরে গত বছরের ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

গাজায় শিগগির ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, থাকছে কোন কোন দেশ

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে বাবলা নিহতের ঘটনায় দুজন গ্রেপ্তার

এলাকার খবর
Loading...