Ajker Patrika

ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, আহত মা 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২২: ২৩
ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, আহত মা 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। 

নিহত আকবর আলী একাব্বর (৬০) উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্ৰামের মৃত হাবিবর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। ঘটনার সময় নিহতের স্ত্রী সাহেরা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন। আর অভিযুক্ত ছেলের নাম সাজেদুল ইসলামের (৩৫)। 

নিহতের ভাতিজা আলতাফ হোসেন, বেদার উদ্দিন ও ওই গ্রামের ইউপি সদস্য মজিবর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, আকবর আলীর তিন ছেলে। এর মধ্যে সাজেদুল মানসিক ভারসাম্যহীন। চিকিৎসা করালেও সে সুস্থ হয়নি। এ কারণে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। মানসিকভাবে অসুস্থ হলেও সংসারের সব কাজকর্ম করতেন সাজেদুল। 

ঘটনার দিন সকালে বাবা আকবর আলী তাঁকে খাওয়া সেরে ভুট্টাখেতে পানি দিতে বলেন। কিন্তু রান্না ঘরে গিয়ে ভাত না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। ধারালো ছুরি দিয়ে মা সাহেরা বেগমকে আঘাত করেন। স্ত্রীর চিৎকারে তাঁকে বাঁচাতে আকবর আলী এগিয়ে এলে সাজেদুল ওই ছুরি তার পেটে ঢুকিয়ে দেন। এতে মা বাবা দুজনেই গুরুতর আহত হয়ে পড়েন। 

স্বামী-স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৪টার দিকে আকবর আলী মারা যান। আহত মা সাহেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে সাজেদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত