দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থী ও প্রতারক চক্রের ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ছয়টি অ্যাডমিট কার্ড, ১০০ টাকার মূল্যমানের নয়টি নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চারটি ফাঁকা চেক, প্রতারক চক্র ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
আটক ব্যক্তিরা হলেন–দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর কৈকুরী গ্রামের আব্দুল কুদ্দুস (৩৮), নীলফামারী সদরের বেড়াডাঙ্গা গ্রামের মিশকাতুল ইসলাম (২৩), ঠাকুরগাঁও সদরের সালান্দর কচুবাড়ী গ্রামের রোকনুজ্জামান (৩০), একই উপজেলার শিংপাড়া গ্রামের পজিরুল ইসলাম (৪৩), একই উপজেলার জগন্নাথপুর গ্রামের সাইফুল ইসলাম রিপন (৩৫), জগন্নাথপুর গ্রামের মহসিন আলম (৩৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার হেলেঞ্জার সালটির হাটের নাহিদ ইউসুফ (১৮), একই উপজেলার সালটি পাড়ার শাহরিয়ার সরকার (১৮), রংপুর সদরের দক্ষিণ হরিদাতপুর গ্রামের মিস্টার রহমান (১৮), রংপুরের গঙ্গাচরা উপজেলার দশভাইপাড়ার মোহাইমেনুল (১৮), কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামধন গ্রামের মিজানুর রহমান (১৮), রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামের রাজা মিয়া (১৮)।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, পুলিশের কনস্টেবল নিয়োগে জাল জালিয়াতির মাধ্যমে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার এই জালিয়াত চক্রটি বিস্তৃত অবস্থায় অবস্থান করে। গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রযুক্তির সহায়তায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনের নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ।
এ পর্যন্ত তিনটি মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দিনাজপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থী ও প্রতারক চক্রের ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ছয়টি অ্যাডমিট কার্ড, ১০০ টাকার মূল্যমানের নয়টি নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চারটি ফাঁকা চেক, প্রতারক চক্র ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
আটক ব্যক্তিরা হলেন–দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর কৈকুরী গ্রামের আব্দুল কুদ্দুস (৩৮), নীলফামারী সদরের বেড়াডাঙ্গা গ্রামের মিশকাতুল ইসলাম (২৩), ঠাকুরগাঁও সদরের সালান্দর কচুবাড়ী গ্রামের রোকনুজ্জামান (৩০), একই উপজেলার শিংপাড়া গ্রামের পজিরুল ইসলাম (৪৩), একই উপজেলার জগন্নাথপুর গ্রামের সাইফুল ইসলাম রিপন (৩৫), জগন্নাথপুর গ্রামের মহসিন আলম (৩৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার হেলেঞ্জার সালটির হাটের নাহিদ ইউসুফ (১৮), একই উপজেলার সালটি পাড়ার শাহরিয়ার সরকার (১৮), রংপুর সদরের দক্ষিণ হরিদাতপুর গ্রামের মিস্টার রহমান (১৮), রংপুরের গঙ্গাচরা উপজেলার দশভাইপাড়ার মোহাইমেনুল (১৮), কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামধন গ্রামের মিজানুর রহমান (১৮), রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি গ্রামের রাজা মিয়া (১৮)।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, পুলিশের কনস্টেবল নিয়োগে জাল জালিয়াতির মাধ্যমে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার এই জালিয়াত চক্রটি বিস্তৃত অবস্থায় অবস্থান করে। গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রযুক্তির সহায়তায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনের নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ।
এ পর্যন্ত তিনটি মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না।
২ মিনিট আগে১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৭ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৯ মিনিট আগে