বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবকের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত আশরাফুল ইসলাম পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার বারুইপাড়া সুজাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস বিরামপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান আশরাফুল। এতে ট্রেনের চাকার নিচে পড়ে তাঁর বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার ইশরাফিল সরকার বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একটি দল এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণে আশরাফুল ইসলামের শারীরিক অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহরিয়ার কবির বলেন, হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় ওই যুবককে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় সঙ্গে সঙ্গে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবকের একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত আশরাফুল ইসলাম পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার বারুইপাড়া সুজাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস বিরামপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান আশরাফুল। এতে ট্রেনের চাকার নিচে পড়ে তাঁর বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার ইশরাফিল সরকার বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একটি দল এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণে আশরাফুল ইসলামের শারীরিক অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহরিয়ার কবির বলেন, হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় ওই যুবককে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় সঙ্গে সঙ্গে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
২৪ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৭ ঘণ্টা আগে