Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোজাম্মেল হক নামে এক যুবককে ইট ভাটার আগুনে পুড়িয়ে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন।

ঘোষিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ডের সাজা প্রদান করা হয়েছে।

এ সময় সাজাপ্রাপ্ত তিন আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছেন বিচারক।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার রানীশংকৈল উপজেলার বলাঞ্চা গ্রামের করিম উদ্দীনের ছেলে নজরুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলার বানোর বাংহাতলী গ্রামের আব্দুল আজিজের ছেলে কফিল উদ্দিন, রানীশংকৈল উপজেলার নজরুল ইসলামের ছেলে ইউনুস আলী, একই উপজেলার কোটিব উদ্দিনের ছেলে আব্দুল জলিল ও একই উপজেলার বদির উদ্দিনের ছেলে সিকান্দার আলী। এ মামলায় পলাতক রয়েছে সাজাপ্রাপ্ত দুই আসামি সিকান্দার আলী ও ইউনুস আলী।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হামিদ জানান, গত ২০১০ সালের ১৪ মার্চ বালিয়াডাঙ্গীতে ভুট্টা খেত থেকে একটি মাথাবিহীন মরদেহ পাওয়া গেলে বালিয়াডাঙ্গী থানার এসআই আতিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করলে গ্রেপ্তারকৃত আসামির বর্ণনা মতে বালিয়াডাঙ্গীর একটি ইট ভাটার ভেতর থেকে একটি মাথার কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

পরে এ মামলার তদন্ত ভার পরে উপপরিদর্শক ফরহাদ আলীর ওপর। তিনি দীর্ঘ তদন্ত শেষ করে আটজনকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক মামলাটির অধিকতর তদন্ত করে আটজনকে প্রাথমিকভাবে দোষী করে নতুন করে চার্জশিট দাখিল করেন আদালতে। তদন্তকালে আসামি ইউনুস আলী, আব্দুল জলিল ও কফিল উদ্দীন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য, যুক্তিতর্কে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত