Ajker Patrika

‘হামার সম্বল ট্রাক পিষি দেইল, স্বামীটাক আধমরা করিল’

শিপুল ইসলাম, রংপুর
‘হামার সম্বল ট্রাক পিষি দেইল, স্বামীটাক আধমরা করিল’

কাক ডাকা ভোরে পান্তা খেয়ে ভ্যানে আইসক্রিমের খালি বাক্স নিয়ে তারাগঞ্জ সদরে আইসক্রিমের কারখানায় যান বৃদ্ধ আজিজুল ইসলাম। আইসক্রিম বিক্রি শেষে লাভের টাকা দিয়ে বাজার সদাই কিনে ফিরবেন বাড়িতে। কিন্তু একটি আইসক্রিমও বিক্রি হয়নি তাঁর। পথে ডাম্প ট্রাক তাঁর আইসক্রিমের ভ্যানটি পিষ্ট করে দেয়। গুরুতর আহত আজিজুল এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। 
 
অভিযোগ রয়েছে, রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে দিনে শতাধিক বালুবাহী ডাম্প ট্রাক চলাচল করে। এসব ট্রাকের অধিকাংশগুলোর নম্বর রেজিস্ট্রেশন ও রোড পারমিটের কাগজপত্র নেই। নেই চালকদের ড্রাইভিং লাইসেন্স। দিন-রাত হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চেকপোস্ট অতিক্রম করে এসব যানবাহন চলাচল করছে। বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। 
 
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর হাজীপাড়া গ্রামের আজিজুল ইসলামের বাড়ি। সহায় সম্বল বলতে বসতভিটার ৩ শতক জমি। আজিজুল র্দীঘদিন ধরে আইসক্রিম, খাজা ও আমড়া বিক্রি করেন। এ আয়ে স্ত্রী, বৃদ্ধ শ্বশুর ও প্রতিবন্ধী এক ছেলের মুখে আহার জোটে।
 
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও আজিজুলের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ রোববার সকালে আজিজুল ইসলাম সকাল সাড়ে ৬টায় নিজ বাড়ি থেকে আইসক্রিমের খালি ভ্যান নিয়ে বের হন। তারাগঞ্জের সদরের একটি আইসক্রিম ফ্যাক্টরি থেকে আইসক্রিম নিয়ে তা বিক্রির জন্য সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। 
 
মহাসড়কের পুরাতন চৌপথী পার হয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যালয়ের সামনে আসলে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ডাম্প ট্রাক আজিজুল ইসলামের আইসক্রিমের গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে আজিজুল ইসলাম ছিটকে সড়কে পরে যান। 
 
ডাম্প ট্রাকটি তাঁর আইসক্রিমের গাড়িটি টেনে হিঁচড়ে প্রায় ২০০ মিটার নিয়ে গেলে ট্রাকটি আর এগোতে না পারায় চালক সড়কে ট্রাক রেখে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে ছুটে এসে আজিজুল ইসলামকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 
 
প্রত্যক্ষদর্শী ডাঙ্গাপাড়া গ্রামের পলাশ ইসলাম বলেন, ‘ভাই, আইসক্রিমওয়ালার কোনো দোষ নাই। উনি ওনার সাইট দিয়ে ধীরে ধীরে যাচ্ছিল। পেছন থেকে বেপরোয়াভাবে ডাম্প ট্রাকটি এসে আইসক্রিমের ভ্যানে লাগে দেয়। আইসক্রিমওয়ালা আকাশে চটকি উঠে সড়কে পরে। আমি ও শুভ রায় জমিতে পানি দেওয়া ছেড়ে দৌড়ে আসি। পরে ফায়ার সার্ভিসের লোকজন হাসপাতালে নিয়ে যায়। লোকটা কথা বলতে পারছিল না। তাই পরিবারকে খবর দেওয়া হয় নাই।’ 
 
দুপুর ১২টার দিকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরুষ ওয়ার্ডে বেড খালি না থাকায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন আজিজুল ইসলাম। কোনো কথা বলতে পারছেন না। পাশে হাউমাউ করে কাঁদছেন স্ত্রী মাহামুদা বেগম ও শ্বশুর মাহাতাব আলী। 
 
আজিজুলের স্ত্রী মাহামুদা বেগম বলেন, ‘এক ছেলে কানা, বৃদ্ধ বাপসহ মোর পাঁচজনের সংসার। আইসক্রিমের গাড়ি কোনায় হামার সম্বল। ওকনা চলে আইসক্রিম বেচেয়া হামরা বাঁচি আছি। মরণে ট্রাক তাক পিষি (পিষ্ট) করি দেইল, মোর স্বামীটাক আধ মরা করিল। এখন হামরা কি করি চলমো। ডাক্টার স্বামীক রংপুর নিগার কইছে, কিন্তু হামার তো টাকা নাই। কেমন করি ওক রংপুর নিগাও, কি দিয়া চিকিৎসা করে কন?’ 
 
আজিজুলের স্ত্রী আরও বলেন, ‘মোর স্বামীর কোনো দোষ নাই, ট্রাক কোনো হুইসাল না দিয়া পেছন থাকি ধাক্কা মারছে। গাড়িখান পুলিশ ফাড়িত নিয়া গেইছে। মুই এর ন্যায্য বিচার চাও। মোর স্বামীর চিকিৎসা চাও।’ 
 
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক নাসরিন সুলতানা রিয়া বলেন, ‘আজিজুল ইসলামের দাঁত ভেঙে গেছে, মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। বুকে ও মাথায় আঘাত পাওয়া কথা বলতে পারছে না। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।’ 
 
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া আইসক্রিমের ভ্যানটি ও ডাম্প ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চট্টগ্রামে যুবদল কর্মী নিহত: মেয়রের ক্ষোভ ঝাড়া সেই ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন। ছবি: সংগৃহীত
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে এক যুবদল কর্মী নিহতের ঘটনায় বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়ী করে ক্ষোভ ঝেড়েছিলেন সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। রোববার সেই ওসি ইখতিয়ার উদ্দিনকে বদলি করা হয়েছে।

সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বদলি করা হয়। আদেশ বলা হয়, ওসি ইখতিয়ারকে সিএমপির কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটে বদলি করা হয়েছে। একই আদেশে বন্দর থানার বর্তমান ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে বাকলিয়া থানার দায়িত্বে এবং পরিদর্শক মোস্তফা আহমেদকে বন্দর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

গত বছরের ১০ সেপ্টেম্বর পরিদর্শক ইখতিয়ারকে বাকলিয়া থানার ওসি পদে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে ৩০ জুলাই বন্দর থানার ওসি পদে দায়িত্ব পান তৎকালীন চান্দগাঁও থানার পরিদর্শক মো. আফতাব উদ্দিন।

জানা গেছে, গত আট মাসে বাকলিয়া থানা এলাকায় গুলি করে তিনজনকে হত্যা করা হয়। ২৯ মার্চ গভীর রাতে বাকলিয়া থানার এক্সেস রোডে প্রাইভেট কার ধাওয়ার পর গুলি করে দুজনকে হত্যা করা হয়। সবশেষ ২৭ অক্টোবর একই থানা এলাকার বাকলিয়া এক্সেস রোডসংলগ্ন সৈয়দ শাহ রোডে মেয়র শাহাদাত হোসেনের ব্যানার টানানো নিয়ে ছাত্রদল ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে সাজ্জাদ নামের এক যুবদল কর্মী নিহত এবং আরও কয়েকজন আহত হন। এ ঘটনার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পাশাপাশি বাকলিয়া থানা-পুলিশকে দোষারোপ করেন শাহাদাত।

ঘটনার পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিহত ব্যক্তির স্বজনদের সান্ত্বনা ও আহত ব্যক্তিদের দেখতে এসে শাহাদাত বলেন, ‘এ ঘটনায় দায়ীরা সন্ত্রাসী গ্রুপের। তারা আগে ছাত্রলীগ–যুবলীগ করত। তারা আজকে এখানে এসে কারও না কারও শেল্টারে আছে। আমি এক সপ্তাহ আগে বাকলিয়া থানার ওসিকে বলেছিলাম এই ছেলেদের গ্রেপ্তারের জন্য। পোস্টার–ব্যানার নামিয়ে ফেলার কথাও বলেছি। তাদের গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ কমিশনার সাহেবকে বলেছি। আমি বলেছি, যদি আমার দলেরও কেউ তাদের শেল্টার দিয়ে থাকে, দরকার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাকেও গ্রেপ্তার করেন। এটা কিন্তু ওসিকে আমি বলেছি। কিন্তু ওসি কেন জানি তাদের গ্রেপ্তার করছেন না।’ এ সময় বাকলিয়া থানা-পুলিশ নিয়েও নানা সমালোচনা করেন মেয়র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশন, প্রকল্প এলাকা এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি সাময়িকভাবে বাতিল করা হলো। নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

তবে ছুটি বাতিলের কারণ অফিস আদেশে স্পষ্ট করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিলেটে হত্যা মামলায় অভিযুক্ত আসামি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
জুনেই আহমদ । ছবি: সংগৃহীত
জুনেই আহমদ । ছবি: সংগৃহীত

সিলেটের জালালাবাদে ক্লুলেস হত্যা মামলায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯।

রোববার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শিমুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তারকৃত জুনেদ আহমদ (২৮) জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে।

শিমুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় একটি দ্রুতগতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা গেছেন। আজ রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাজির বাজার স্বপ্ন বিলাসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কলিজাকান্দা গ্রামের মজিবুর রহমান (৬০) ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। তাঁরা গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। ভালুকা উপজেলার হাজির বাজার স্বপ্ন বিলাসের সামনে পৌঁছালে সরকার পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত