ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলে নয়ন চন্দ্র রায়কে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন মা। আদালত মাদকসহ আটক হওয়ায় ওই ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নয়ন চন্দ্র রায় (২১) উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা। আজ রোববার তাঁকে আটক করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দাদপুর (মালিপাড়া) গ্রামের শিবু রায় ও কিনা রানীর ছেলে নয়ন রায় বেশ কিছুদিন ধরে মাদক সেবন করে আসছে। নেশায় জড়িয়ে কাজকর্ম না করে টাকার জন্য বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা করে। বাবা মা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির জিনিস পত্র ভাঙচুর করে। প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করত। দুদিন আগেও বাড়ির নলকূপ, ঢেউটিন বিক্রি করে মাদক সেবন করে। এতে বাধা দিলে তার মা কিনা রানীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। মাদকের টাকা যোগাড় করতে দিন দিন বেপরোয়া হয়ে উঠে। এমনকি নিজ বাড়িতে বাবা মা এর সামনেই গাজা সেবন করত। অনেক বুঝিয়েও পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিয়েছেন ভুক্তভোগী মা কিনা রানী।
কিনা রানী আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে। বাধা দিলে মারধর করে। তাই সবার পরামর্শে আইনের আশ্রয় নিয়েছি। তাতে যদি ছেলেটা ভালো হয়, এটাই কামনা করি।’
৭ নম্বর শিবনগর ইউপির প্যানেল চেয়ারম্যান দিলীপ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিলেন তার মা। আমরা তাঁকে অনেক বুঝিয়েছি। কিন্তু সে পরিবর্তন হয়নি। তাই তার মা বাধ্য হয়ে ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন। প্রত্যেক বাবা মায়ের উচিৎ সন্তানকে মাদক থেকে দূরে রাখা।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নিজ বাড়িতে মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাতেনাতে নয়ন রায়কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলে নয়ন চন্দ্র রায়কে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন মা। আদালত মাদকসহ আটক হওয়ায় ওই ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নয়ন চন্দ্র রায় (২১) উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা। আজ রোববার তাঁকে আটক করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দাদপুর (মালিপাড়া) গ্রামের শিবু রায় ও কিনা রানীর ছেলে নয়ন রায় বেশ কিছুদিন ধরে মাদক সেবন করে আসছে। নেশায় জড়িয়ে কাজকর্ম না করে টাকার জন্য বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা করে। বাবা মা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির জিনিস পত্র ভাঙচুর করে। প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করত। দুদিন আগেও বাড়ির নলকূপ, ঢেউটিন বিক্রি করে মাদক সেবন করে। এতে বাধা দিলে তার মা কিনা রানীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। মাদকের টাকা যোগাড় করতে দিন দিন বেপরোয়া হয়ে উঠে। এমনকি নিজ বাড়িতে বাবা মা এর সামনেই গাজা সেবন করত। অনেক বুঝিয়েও পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিয়েছেন ভুক্তভোগী মা কিনা রানী।
কিনা রানী আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে। বাধা দিলে মারধর করে। তাই সবার পরামর্শে আইনের আশ্রয় নিয়েছি। তাতে যদি ছেলেটা ভালো হয়, এটাই কামনা করি।’
৭ নম্বর শিবনগর ইউপির প্যানেল চেয়ারম্যান দিলীপ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিলেন তার মা। আমরা তাঁকে অনেক বুঝিয়েছি। কিন্তু সে পরিবর্তন হয়নি। তাই তার মা বাধ্য হয়ে ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন। প্রত্যেক বাবা মায়ের উচিৎ সন্তানকে মাদক থেকে দূরে রাখা।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নিজ বাড়িতে মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাতেনাতে নয়ন রায়কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৭ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৭ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে