Ajker Patrika

ভোটকেন্দ্রে বরাদ্দ টাকার হিসাব নিয়ে তোপের মুখে স্বেচ্ছাসেবক লীগ নেতা 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ২১: ০৬
ভোটকেন্দ্রে বরাদ্দ টাকার হিসাব নিয়ে তোপের মুখে স্বেচ্ছাসেবক লীগ নেতা 

ভোটকেন্দ্রের জন্য বরাদ্দ টাকার হিসাব-নিকাশ নিয়ে তোপের মুখে পড়েছেন মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিন। আজ বৃহস্পতিবার দুপুরে  উপজেলার কৃষ্ণপুর গ্রামে (পুকুরপাড়) এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সুত্রে জানা যায়, গত রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মিঠাপুকুর কলেজ কেন্দ্রে নৌকার এজেন্ট ও নির্বাচনী ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মীদের আপ্যায়ন ও যাতায়াত বাবদ বরাদ্দকৃত অর্থ সমুদয় বণ্টন না করে দায়িত্বে থাকা নেতৃবৃন্দ আত্মসাৎ করেন। 

আজ দুপুরে উপজেলা সদর থেকে নিজ বাসায় ফেরার পথে কৃষ্ণপুর গ্রামে পৌঁছালে কর্মীদের তোপের মুখে পড়েন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিন। এ সময় তাঁরা ভোটকেন্দ্রের খরচের টাকা না দেওয়ার কারণ জানতে চান। বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রফিকুল ইসলামের মোটরসাইকেলে আঘাত করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম তুহিন বলেন, ‘ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আশিষ কুমার তরুণী। অথচ আমার ওপর দোষ চাপিয়ে অহেতুক বাগ্‌বিতণ্ডা করা হচ্ছে।’ 

তিনি বিষয়টি আওয়ামী লীগ নেতাদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত