Ajker Patrika

রংপুর বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫৮

প্রতিনিধি
রংপুর বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫৮

রংপুর: রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। নিহতদের মধ্যে ঠাকুরগাঁওয়ে দুজন, রংপুরে একজন, দিনাজপুরে একজন এবং পঞ্চগড়ের একজন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৪৬৬ জন।

একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে আরও ২৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩৫৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭৭ জন করোনা রোগী। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯১৫ জন করোনা রোগী।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে দিনাজপুরের ১১০ জন, ঠাকুরগাঁওয়ের ৬৯, কুড়িগ্রামের ২৬, রংপুরের ১৬, গাইবান্ধার ১৩, লালমনিরহাটের ১২, নীলফামারীর ৭ জন এবং পঞ্চগড়ের ৫ জন।

বিভাগে করোনাভাইরাসে সোমবার পর্যন্ত দিনাজপুর জেলায় ৭ হাজার ১৭৬ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৬৯ জনে দাঁড়িয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৪২৫ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০৭ জনের। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৪৭৯ জন আক্রান্ত ও ৬২ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮৯৫ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়াও নীলফামারী জেলায় ১ হাজার ৬৮৭ জন আক্রান্ত এবং ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৪৮৯ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৩০১ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৯০১ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত