ফুলবাড়ী ও নীলফামারী প্রতিনিধি
রাত পোহালেই আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগ দিতে দিনাজপুরের হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেলযোগে রওনা দিয়েছেন। প্রায় এক হাজার মোটরসাইকেলের বহরটির নেতৃত্বে রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনাল অতিক্রম করেছে মোটরসাইকেলের বহরটি।
রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুদিনের ধর্মঘটের কারণে কোনো বাস, ট্রাক সড়কে না থাকায় বিকল্প হিসেবে এ পন্থা অবলম্বন করছেন বলে জানান বহরে অংশ নেওয়া পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।
মোটরসাইকেল বহরে অংশ নেওয়া ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বহরে জেলা সদরের সঙ্গে ফুলবাড়ী, বিরামপুর ও পার্বতীপুরের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। দীর্ঘ ৯৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাতে সমাবেশস্থলে পৌঁছানো সম্ভব হবে।
পৌর বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকার বলেন, ‘সমাবেশস্থলে রাত্রিযাপন করবে নেতা-কর্মীরা। এ জন্য সকল কর্মীরা শুকনো খাবার, শীতের কাপড় ও ঘুমানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়েছে।’
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি আজকের পত্রিকাকে জানান, মোটরসাইকেলের বহর রংপুর সমাবেশস্থলে যাওয়ার পথে কোনো বাধা এলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি জানান, অনেক নেতা-কর্মী এরই মধ্যে রংপুরে পৌঁছে গেছে। এছাড়া আজ রাতে ও কাল সকালে সমাবেশে যোগ দেবে হাজারো নেতা-কর্মী। ক্ষমতাসীন দলের পরিকল্পিত পরিবহন ধর্মঘটসহ কোনো বাধাই আটকাতে পারবে না। সব বাধাবিঘ্ন উপেক্ষা করে সমাবেশ সফল করা হবে। কালকের রংপুরের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
নীলফামারী বাস, মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু বলেন, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকে এ ধর্মঘট চলছে। তবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচলের প্রতিবাদে এ ধর্মঘট।
উল্লেখ্য, আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহনের এ সংগঠনটি। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
রাত পোহালেই আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে যোগ দিতে দিনাজপুরের হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেলযোগে রওনা দিয়েছেন। প্রায় এক হাজার মোটরসাইকেলের বহরটির নেতৃত্বে রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনাল অতিক্রম করেছে মোটরসাইকেলের বহরটি।
রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুদিনের ধর্মঘটের কারণে কোনো বাস, ট্রাক সড়কে না থাকায় বিকল্প হিসেবে এ পন্থা অবলম্বন করছেন বলে জানান বহরে অংশ নেওয়া পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।
মোটরসাইকেল বহরে অংশ নেওয়া ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বহরে জেলা সদরের সঙ্গে ফুলবাড়ী, বিরামপুর ও পার্বতীপুরের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। দীর্ঘ ৯৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাতে সমাবেশস্থলে পৌঁছানো সম্ভব হবে।
পৌর বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খন্দকার বলেন, ‘সমাবেশস্থলে রাত্রিযাপন করবে নেতা-কর্মীরা। এ জন্য সকল কর্মীরা শুকনো খাবার, শীতের কাপড় ও ঘুমানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়েছে।’
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি আজকের পত্রিকাকে জানান, মোটরসাইকেলের বহর রংপুর সমাবেশস্থলে যাওয়ার পথে কোনো বাধা এলে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি জানান, অনেক নেতা-কর্মী এরই মধ্যে রংপুরে পৌঁছে গেছে। এছাড়া আজ রাতে ও কাল সকালে সমাবেশে যোগ দেবে হাজারো নেতা-কর্মী। ক্ষমতাসীন দলের পরিকল্পিত পরিবহন ধর্মঘটসহ কোনো বাধাই আটকাতে পারবে না। সব বাধাবিঘ্ন উপেক্ষা করে সমাবেশ সফল করা হবে। কালকের রংপুরের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
নীলফামারী বাস, মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু বলেন, রংপুর পরিবহন মালিক সমিতির ডাকে এ ধর্মঘট চলছে। তবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচলের প্রতিবাদে এ ধর্মঘট।
উল্লেখ্য, আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহনের এ সংগঠনটি। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে রংপুর বিভাগের ৮ জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছে ছাত্রদল-সমর্থিত প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সমন্বয়ে গঠিত প্যানেল ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’।
১৫ মিনিট আগেরাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি মাছ ধরা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়।
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের চারটি সহসম্পাদকের পদ বাদ দিয়ে চারটি মূল পদ যুক্ত করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপা
৩ ঘণ্টা আগে