ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে ফুলবাড়ীতে কয়েক যুগ ধরেই চলে আসছে বউ মেলা। আর এই মেলা শুধু নামে নয়, প্রতি বছর লক্ষ্মীপূজার পর দিনব্যাপী বসা এই মেলায় শুধু নারীদেরই অংশগ্রহণ। ক্রেতা হিসেবে এ মেলায় পুরুষ প্রবেশ নিষিদ্ধ।
আজ রোববার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর লক্ষ্মী পূজা উপলক্ষে পূজার পরের দিন, দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। নারী বিক্রেতার পাশাপাশি পুরুষ বিক্রেতা থাকলেও এ মেলায় শুধু নারীরাই কেনাকাটা করতে পারেন। মেলায় পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে এ মেলার প্রচার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে চলে মেলার প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকেল হতেই শিশু থেকে শুরু করে নানা বয়সের নারীরা মেলায় ভিড় জমাতে থাকে। মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। এ মেলায় মেয়েদের প্রসাধনী বিক্রি হলেও এবার স্থান পেয়েছে ছোটদের খেলনা সামগ্রী, হস্তশিল্প, মৃৎশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।
মেলায় কেনা কাটা করতে আসা সবিতা রায়, প্রতিমা রায়, দুলালী, নাসরিন, সুমিতা, কাকলিসহ অনেকে জানান, এ মেলায় শুধু নারীরাই ক্রেতা। রয়েছেন অনেক নারী বিক্রেতাও। তাই প্রতি বছর তারা মেলায় কেনাকাটা করতে আসেন। এ অন্যরকম আনন্দ এক আনন্দ রয়েছে বলেও জানান তারা।
মেলার আয়োজক ও সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় শতবর্ষ ধরে লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতি বছর এই বউমেলার আয়োজন করা হচ্ছে। এর আগে স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলার প্রচলন শুরু করেন। এরপর থেকে তাদের পরবর্তী প্রজন্ম এ মেলার আয়োজন করে আসছে।’
তিনি আরও বলেন, ‘এই মেলা শুধুমাত্র নারীদের জন্য এবং এখানে পুরুষের প্রবেশ নিষেধ। তবে মেলা শেষে সন্ধ্যা ৭টার পর থেকে পুরুষেরা প্রবেশ করতে পারে। মেলার নিরাপত্তার জন্য ভলান্টিয়ার দিয়ে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।’
দিনাজপুরে ফুলবাড়ীতে কয়েক যুগ ধরেই চলে আসছে বউ মেলা। আর এই মেলা শুধু নামে নয়, প্রতি বছর লক্ষ্মীপূজার পর দিনব্যাপী বসা এই মেলায় শুধু নারীদেরই অংশগ্রহণ। ক্রেতা হিসেবে এ মেলায় পুরুষ প্রবেশ নিষিদ্ধ।
আজ রোববার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর লক্ষ্মী পূজা উপলক্ষে পূজার পরের দিন, দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। নারী বিক্রেতার পাশাপাশি পুরুষ বিক্রেতা থাকলেও এ মেলায় শুধু নারীরাই কেনাকাটা করতে পারেন। মেলায় পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে এ মেলার প্রচার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে চলে মেলার প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকেল হতেই শিশু থেকে শুরু করে নানা বয়সের নারীরা মেলায় ভিড় জমাতে থাকে। মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। এ মেলায় মেয়েদের প্রসাধনী বিক্রি হলেও এবার স্থান পেয়েছে ছোটদের খেলনা সামগ্রী, হস্তশিল্প, মৃৎশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।
মেলায় কেনা কাটা করতে আসা সবিতা রায়, প্রতিমা রায়, দুলালী, নাসরিন, সুমিতা, কাকলিসহ অনেকে জানান, এ মেলায় শুধু নারীরাই ক্রেতা। রয়েছেন অনেক নারী বিক্রেতাও। তাই প্রতি বছর তারা মেলায় কেনাকাটা করতে আসেন। এ অন্যরকম আনন্দ এক আনন্দ রয়েছে বলেও জানান তারা।
মেলার আয়োজক ও সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় শতবর্ষ ধরে লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতি বছর এই বউমেলার আয়োজন করা হচ্ছে। এর আগে স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলার প্রচলন শুরু করেন। এরপর থেকে তাদের পরবর্তী প্রজন্ম এ মেলার আয়োজন করে আসছে।’
তিনি আরও বলেন, ‘এই মেলা শুধুমাত্র নারীদের জন্য এবং এখানে পুরুষের প্রবেশ নিষেধ। তবে মেলা শেষে সন্ধ্যা ৭টার পর থেকে পুরুষেরা প্রবেশ করতে পারে। মেলার নিরাপত্তার জন্য ভলান্টিয়ার দিয়ে সার্বক্ষণিক নজরদারি রয়েছে।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১৩ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
৩০ মিনিট আগে