Ajker Patrika

ভাতে চুল পাওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করল স্বামী

ঠাকুরগাঁও প্রতিনিধি
ভাতে চুল পাওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করল স্বামী

ভাতে চুল পাওয়ায় হাত-পা বেঁধে স্ত্রীকে বেদম মারধর করে মাথা ন্যাড়া করার অভিযোগে উঠেছে এহসান মামুন (৪২) নামে এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পাঁচ দিনেও পুলিশ মামুনকে গ্রেপ্তার করতে পারেনি। এতে ভয়ে দিন পার করছেন ওই গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর নওয়াপাড়া গ্রামে। স্বামী এহসান মামুন ওই গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ বছর আগে বিয়ে হয় ওই দম্পতির। তাদের সংসারে একটি তিন বছরের মেয়ে ও ১২ বছরের ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকেন স্ত্রীকে। চাহিদামত যৌতুক দিতে না পারায় প্রায়ই তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী এহসান মামুন।

ভুক্তভোগী স্ত্রী আরও জানায়, গত ৭ এপ্রিল মামুন ভাত খাওয়ার সময় থালায় একটি চুল পাওয়াকে কেন্দ্র করে তাকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে এবং বেঁধে মাথা ন্যাড়া করে দেয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ দিকে এ ঘটনার একদিন পরে মামলা হলে মামুন পালিয়ে যায়। অজ্ঞাত স্থান থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানায় ভুক্তভোগী ওই গৃহবধূ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার এড়াতে আসামি গা ঢাকা দিয়েছেন। তাঁকে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত