কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে কারাগার থেকে জামিনে বেরিয়ে সুমন মিয়া নামের এক যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছেন শহিদুল ইসলাম মিলন নামের এক আসামি। ওই যুবককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার সুমন মিয়া বলেন, ‘এ ঘটনায় মাদক কারবারি শহিদুল ইসলাম মিলন ওরফে মিলন শিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
থানায় করা অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে গতকাল রোববার সন্ধ্যায় বাড়ির পাশে মিলনসহ কয়েকজন সুমনের পথরোধ করে মারধর করতে থাকেন। একপর্যায়ে মিলন কামড়ে কান ছিঁড়ে ফেলাসহ তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকার শুনে কয়েকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন সুমন দাবি করেন, ‘জামিনে বেরিয়ে মিলন ও তার লোকজন আমাকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এরই জেরে রোববার আমাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু কোনো রকমে বেঁচে গেছি। ঘটনার দিন রাতেই ওসির সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন থানায় এসেছিল। তাকে এজাহার দিতে বলেছি।’
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার সন্দেহে মিলন ও তাঁর লোকজন গত ২৫ জুলাই রাতে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে সুমনের ওপর অকথ্য নির্যাতন চালায়। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মিলনসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে কালীগঞ্জ থানায় মামলা করা হয়। পরে রাজধানী ঢাকা থেকে র্যাবের হাতে ওই চারজন গ্রেপ্তার হন। সম্প্রতি উচ্চ আদালত থেকে তাঁরা জামিনে বের হয়ে আসেন।
লালমনিরহাটের কালীগঞ্জে কারাগার থেকে জামিনে বেরিয়ে সুমন মিয়া নামের এক যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছেন শহিদুল ইসলাম মিলন নামের এক আসামি। ওই যুবককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে এই ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার সুমন মিয়া বলেন, ‘এ ঘটনায় মাদক কারবারি শহিদুল ইসলাম মিলন ওরফে মিলন শিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
থানায় করা অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে গতকাল রোববার সন্ধ্যায় বাড়ির পাশে মিলনসহ কয়েকজন সুমনের পথরোধ করে মারধর করতে থাকেন। একপর্যায়ে মিলন কামড়ে কান ছিঁড়ে ফেলাসহ তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকার শুনে কয়েকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন সুমন দাবি করেন, ‘জামিনে বেরিয়ে মিলন ও তার লোকজন আমাকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এরই জেরে রোববার আমাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু কোনো রকমে বেঁচে গেছি। ঘটনার দিন রাতেই ওসির সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন থানায় এসেছিল। তাকে এজাহার দিতে বলেছি।’
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার সন্দেহে মিলন ও তাঁর লোকজন গত ২৫ জুলাই রাতে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে সুমনের ওপর অকথ্য নির্যাতন চালায়। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মিলনসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে কালীগঞ্জ থানায় মামলা করা হয়। পরে রাজধানী ঢাকা থেকে র্যাবের হাতে ওই চারজন গ্রেপ্তার হন। সম্প্রতি উচ্চ আদালত থেকে তাঁরা জামিনে বের হয়ে আসেন।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২৭ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে