ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এক শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে মো. মেহেদী হাসান নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন হাসপাতালের লোকজন। আজ বুধবার দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের পাশে ইসিজি ইউনিটে এই ঘটনা ঘটে। তিনি পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, দুপুরে এক যুবক জরুরি বিভাগের ইসিজি রুমে তালা ভেঙে প্রবেশ করে। এ সময় পাঁচ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার পথে শিশুটির চিৎকার-চেঁচামেচিতে হাসপাতালের লোকজন জড়ো হয়ে বাধা দেন। পরে ওই যুবক জরুরি বিভাগে গিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। এ সময় ডিউটিরত এক নারী চিকিৎসককে লক্ষ্য করে কাঠের চেয়ার ছুড়ে মারেন। তবে তিনি সরে যাওয়ায় চেয়ারটি তাঁর গায়ে পড়েনি। পরে চিকিৎসকের সামনে লাগানো গ্লাস ভাঙচুর করেন তিনি। এ সময় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন।
হাসপাতালের ইসিজি ইউনিটের টেকনিশিয়ান শিশুটির মা সুমাইয়া আক্তার শিমু বলেন, ‘প্রতিদিন শিশুটিকে নিয়ে কর্মস্থলে আসি। অন্য কোনো ইউনিটে ইসিজি করতে গেলে শিশুকে ভেতরে রেখে বাইরে তালা দিয়ে যাই। আজ তাকে নাশতা খাইয়ে পাঁচতলায় ইসিজি করতে যাই। পরে রুমে এসে দেখি তালা ভাঙা। এ সময় কান্নাকাটি করলে আশপাশের লোকজন এসে শিশুকে উদ্ধারের ঘটনা জানান।’
জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়া ইসলাম বলেন, ‘ওই যুবক আকস্মিকভাবে রুমে ঢুকে চেয়ার ছুড়ে মারে। সরে দাঁড়ালে আঘাতপ্রাপ্ত হইনি। এ ঘটনার পর কিছুটা আতঙ্ক কাজ করছে।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, থানায় এনে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এক শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে মো. মেহেদী হাসান নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন হাসপাতালের লোকজন। আজ বুধবার দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের পাশে ইসিজি ইউনিটে এই ঘটনা ঘটে। তিনি পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, দুপুরে এক যুবক জরুরি বিভাগের ইসিজি রুমে তালা ভেঙে প্রবেশ করে। এ সময় পাঁচ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার পথে শিশুটির চিৎকার-চেঁচামেচিতে হাসপাতালের লোকজন জড়ো হয়ে বাধা দেন। পরে ওই যুবক জরুরি বিভাগে গিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। এ সময় ডিউটিরত এক নারী চিকিৎসককে লক্ষ্য করে কাঠের চেয়ার ছুড়ে মারেন। তবে তিনি সরে যাওয়ায় চেয়ারটি তাঁর গায়ে পড়েনি। পরে চিকিৎসকের সামনে লাগানো গ্লাস ভাঙচুর করেন তিনি। এ সময় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন।
হাসপাতালের ইসিজি ইউনিটের টেকনিশিয়ান শিশুটির মা সুমাইয়া আক্তার শিমু বলেন, ‘প্রতিদিন শিশুটিকে নিয়ে কর্মস্থলে আসি। অন্য কোনো ইউনিটে ইসিজি করতে গেলে শিশুকে ভেতরে রেখে বাইরে তালা দিয়ে যাই। আজ তাকে নাশতা খাইয়ে পাঁচতলায় ইসিজি করতে যাই। পরে রুমে এসে দেখি তালা ভাঙা। এ সময় কান্নাকাটি করলে আশপাশের লোকজন এসে শিশুকে উদ্ধারের ঘটনা জানান।’
জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়া ইসলাম বলেন, ‘ওই যুবক আকস্মিকভাবে রুমে ঢুকে চেয়ার ছুড়ে মারে। সরে দাঁড়ালে আঘাতপ্রাপ্ত হইনি। এ ঘটনার পর কিছুটা আতঙ্ক কাজ করছে।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, থানায় এনে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
৫ মিনিট আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৩ ঘণ্টা আগেমৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ (৫৮) নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডে মৎস্য ভবনে তাঁর দপ্তরে বসে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
৩ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা
৩ ঘণ্টা আগে