রংপুর প্রতিনিধি
রংপুরে প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ সোমবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষক লীগের সভাপতি মেজর (অব.) ইউনুস আলী সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, রাজারহাট এলাকার চাকির পশার নামে একটি নালাকে ‘নদ’ উল্লেখ করে চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি প্রথম আলোতে তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয়প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়।
মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক (এজাহারে উল্লেখ) রাজিব হাসান, প্রতিবেদক জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।
মামলার আবেদন গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সামছুল হুদা বলেন, ‘বিচারক মামলার আবেদন আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায়বিচার পাব।’
বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনাল আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) ফয়সাল পলাশ বলেন, প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রথম আলোতে গত ১০ জানুয়ারি ‘নদের জমি বেচছেন কৃষক লীগ নেতা’ শিরোনামে প্রতিবেদন, ১২ ‘জানুয়ারি কুড়িগ্রামে নদের জমি বিক্রি রাজনৈতিক নেতাদের কাছে প্রশাসনের হার’ শীর্ষক সম্পাদকীয় এবং ১৮ জানুয়ারি শিক্ষক তুহিন ওয়াদুদ লিখিত ‘নদ-নদী: কুড়িগ্রামে অর্ধশতাধিক নদীর একটিও ভালো নেই’ শীর্ষক উপসম্পাদকীয় প্রকাশিত হয়।
রংপুরে প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ সোমবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কৃষক লীগের সভাপতি মেজর (অব.) ইউনুস আলী সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, রাজারহাট এলাকার চাকির পশার নামে একটি নালাকে ‘নদ’ উল্লেখ করে চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি প্রথম আলোতে তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ ছাড়া মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয়প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়।
মামলায় আসামি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক (এজাহারে উল্লেখ) রাজিব হাসান, প্রতিবেদক জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।
মামলার আবেদন গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী সামছুল হুদা বলেন, ‘বিচারক মামলার আবেদন আমলে নিয়ে এর সত্যতা যাচাইয়ের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায়বিচার পাব।’
বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনাল আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) ফয়সাল পলাশ বলেন, প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রথম আলোতে গত ১০ জানুয়ারি ‘নদের জমি বেচছেন কৃষক লীগ নেতা’ শিরোনামে প্রতিবেদন, ১২ ‘জানুয়ারি কুড়িগ্রামে নদের জমি বিক্রি রাজনৈতিক নেতাদের কাছে প্রশাসনের হার’ শীর্ষক সম্পাদকীয় এবং ১৮ জানুয়ারি শিক্ষক তুহিন ওয়াদুদ লিখিত ‘নদ-নদী: কুড়িগ্রামে অর্ধশতাধিক নদীর একটিও ভালো নেই’ শীর্ষক উপসম্পাদকীয় প্রকাশিত হয়।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে