Ajker Patrika

জেলেপল্লিতে আগুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮: ৫৮
জেলেপল্লিতে আগুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর জেলেপল্লিতে অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের একজনের কাছ থেকে হিন্দুবাড়ি থেকে লুট হওয়া মাছ ধরার একটি জাল উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড় করিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজিন ওরফে পলাশ (৩৫), ধুলগাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে শাফিকুল ইসলাম (২৬), মাদারপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আশিকুর রহমান (২৪)। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে উত্তেজিত জনতা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় একটি মামলা রয়েছে। নতুন তিনজনসহ এখন পর্যন্ত ৬৯ জন গ্রেপ্তার করেছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত