খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনের প্রার্থীরা এখন শেষ সময়ের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। আজ বৃহস্পতিবার খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটের ধানহাটি মাঠে দুই প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা। ভিন্ন সময়ে এক জায়গায় দুই প্রার্থীর জনসভা এখন স্থানীয়দের আলাপ-আলোচনার মূল বিষয়বস্তু।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ৩টায় উন্মুক্ত মঞ্চে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলামের জনসভা। অপরদিকে নৌকার আদলে তৈরি মঞ্চে মাগরিবের নামাজের পর শুরু হবে নৌকা প্রতীকের টানা চতুর্থবারের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর নির্বাচনী জনসভা।শেষ এই নির্বাচনী জনসভায় নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে জনসমাগম ঘটাতে ও আয়োজন সফল করতে নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। শেষ সময়ে
এই আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ট্রাক প্রতীকের পক্ষে কাজ করা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, উপজেলা জুড়ে ট্রাক প্রতীকের জোয়ার তৈরি হয়েছে। জনসভায় ৬টি ইউনিয়ন থেকে প্রায় ৪-৫ হাজার লোকের সমাগম ঘটবে। শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নৌকা প্রতীকের পক্ষে কাজ করা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, নৌকা প্রতীককে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। সেই লক্ষ্যে আজকের এই জনসভায় সুশৃঙ্খল ভাবে সব ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার লোকের উপস্থিতি ঘটবে। এই গণজোয়ারে ইনশা আল্লাহ ৭ জানুয়ারি নৌকা জিতবে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন করতে আমরা সজাগ আছি। আশা করি দুই প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে জনসভা শেষ করবেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সম্পন্ন করতে দুই প্রার্থীর প্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীসহ টহলে আছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দুই প্রার্থী একই দিনে একই স্থানে জনসভা করার অনুমতি চেয়েছিল। তাই দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করা হয়েছে। আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থী, সমর্থক ও ভোটারদের আন্তরিকতা ও সহযোগিতা চান ইউএনও।
উল্লেখ্য কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। এই প্রচারণা চলবে আগামীকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।
দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) সংসদীয় আসনের প্রার্থীরা এখন শেষ সময়ের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। আজ বৃহস্পতিবার খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটের ধানহাটি মাঠে দুই প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা। ভিন্ন সময়ে এক জায়গায় দুই প্রার্থীর জনসভা এখন স্থানীয়দের আলাপ-আলোচনার মূল বিষয়বস্তু।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ৩টায় উন্মুক্ত মঞ্চে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলামের জনসভা। অপরদিকে নৌকার আদলে তৈরি মঞ্চে মাগরিবের নামাজের পর শুরু হবে নৌকা প্রতীকের টানা চতুর্থবারের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর নির্বাচনী জনসভা।শেষ এই নির্বাচনী জনসভায় নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে জনসমাগম ঘটাতে ও আয়োজন সফল করতে নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। শেষ সময়ে
এই আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ট্রাক প্রতীকের পক্ষে কাজ করা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, উপজেলা জুড়ে ট্রাক প্রতীকের জোয়ার তৈরি হয়েছে। জনসভায় ৬টি ইউনিয়ন থেকে প্রায় ৪-৫ হাজার লোকের সমাগম ঘটবে। শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নৌকা প্রতীকের পক্ষে কাজ করা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, নৌকা প্রতীককে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। সেই লক্ষ্যে আজকের এই জনসভায় সুশৃঙ্খল ভাবে সব ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার লোকের উপস্থিতি ঘটবে। এই গণজোয়ারে ইনশা আল্লাহ ৭ জানুয়ারি নৌকা জিতবে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন করতে আমরা সজাগ আছি। আশা করি দুই প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে জনসভা শেষ করবেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সম্পন্ন করতে দুই প্রার্থীর প্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীসহ টহলে আছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দুই প্রার্থী একই দিনে একই স্থানে জনসভা করার অনুমতি চেয়েছিল। তাই দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করা হয়েছে। আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থী, সমর্থক ও ভোটারদের আন্তরিকতা ও সহযোগিতা চান ইউএনও।
উল্লেখ্য কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। এই প্রচারণা চলবে আগামীকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরী (৮০) মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ২টায় জামালপুর শহরের আমলাপাড়া নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ মিনিট আগেনিহত গৃহবধূর ফুপা শামসুদ্দোহা খানের ভাষ্য, গতকাল বুধবার রাত ২টার দিকে সিফাত আলী তাঁর শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে বলেন, ‘কেয়া খুবই অসুস্থ।’ এরপর স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান নাজমা বেগম। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন সিফাত। হাসপাতালে পৌঁছার পর এক...
৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম সামির খান (২৫)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৯ মিনিট আগেশেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে