Ajker Patrika

রংপুরে পুলিশের উপকমিশনারের পক্ষে চাঁদা দাবি, অমিত বণিক দুই দিনের রিমান্ডে

রংপুর প্রতিনিধি
রংপুরে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (অপরাধ) শিবলী কায়সারের পক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা
রংপুরে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (অপরাধ) শিবলী কায়সারের পক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রংপুরে হত্যাচেষ্টা মামলার আসামি লিপি খান ভরসাকে মামলা থেকে বাঁচাতে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (অপরাধ) শিবলী কায়সারের পক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন।

দুপুর সাড়ে ১২টার দিকে গোপনীয়তার মধ্য দিয়ে অমিত বণিককে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মাহফুজার রহমান জিজ্ঞাসাবাদের জন্য অমিত বণিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। কিন্ত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অমিত বণিক রংপুর মেট্রোপলিটন চেম্বারের অন্যতম পরিচালক। ঘুষ দাবির অভিযোগে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার শিবলী কায়সার, ব্যবসায়ী অমিত বণিক ও কামরুল ভরসার নামে মামলা করতে লিপি খান ভরসা ১৩ মার্চ তাঁর ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান। এ সময় শিবলী কায়সার তাঁকে বেধড়ক পেটান। একপর্যায়ে তাঁকে গুলি করতে একজন কনস্টেবলের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে চাঁদাবাজির মামলায় আসামি করা হয় অমিত বণিককে। একই দিনে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপকমিশনার শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও পুলিশের উপকমিশনার শিবলী কায়সারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকারী লিপি খান ভরসাকে গতকাল দুপুরে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে রংপুরের আদালতে হাজির করা হলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থিতার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন তিনি।  

মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মামলার উচ্চতর তদন্তের জন্য আসামির রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত