গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় দুদিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, আমন বীজতলা, মরিচ খেতসহ বিভিন্ন ফসল। উপজেলার কোলকোন্দ, লক্ষীটারী, নোহালী ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। এদিকে কোলকোন্দ ইউনিয়নে ভাঙন হুমকিতে পড়েছে প্রায় ৫০টি পরিবার।
পাউবোর নিয়ন্ত্রণকক্ষ জানায়, আজ বুধবার সকাল নয়টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৯২ সেন্টিমিটার। যা বিপৎসীমার শূন্য দশমিক ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সকাল ৬টায় যা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার। দুপুর ১২টায় ৫১ দশমিক ৮৮। এখানে বিপৎসীমা ধরা হয় (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।
এদিকে বুধবার সকাল নয়টায় তিস্তার কাউনিয়া পয়েন্টে শূন্য দশমিক ২০ সেন্টিমিটার পানি প্রবাহ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে ভোর ছয়টায় ওই পয়েন্টে পানি প্রবাহ বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে ছিল। দুপুর ১২টায় ২৮ দশমিক ৯৩ যা বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা (২৮ দশমিক ৭৫ সেন্টিমিটার)।
আজ সরেজমিন সকালে কোলকোন্দ ইউনিয়নের গোডাউনের হাট এলাকায় গিয়ে দেখা যায়, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ থেকে ১ নম্বর গ্রয়িং বাঁধ পর্যন্ত তিস্তা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এ সময় কথা হয় তিস্তার ভাঙনে ঘরের অর্ধেক ধসে যাওয়া এক পরিবারের সদস্য টুনু মিয়ার (৫২) সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাহে ১ মাস আগ থাকি মেম্বার চেয়ারম্যানক কইচোল পানি উন্নয়ন বোর্ডের লোকজনক খবর দিবার। কয়েক দিন আগত কাম শুরু করলে কি আর আজ হামার ঘর ভাঙিল হয়। হামার ইদটাও ভাল করি কইরবার দেইল না। ৪-৫ দিন থাকি চোখত ঘুম নাই আজ যদি বৃষ্টি হয় পুরা বাড়িরা ভাঙি নদীত যাইবে।’
একই এলাকার বাসিন্দা সারওয়ার (৬০) আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের নদী খুরলে (খনন) কি হয়? নদীর পেটত বালাতে ভর্তি। তাই অল্প একনা পানিতে নদী উচলি যায়। আগত নদী আচলো মাজত। এলা হইছে দুই বগলোত। মাজত উচা চর হয়া আছে। যতোই বস্তা ফেলাইক না ক্যানে কেনো কাম হবার নেয়। নদী না খুরা পর্যন্ত।’
কোলকোন্দ ইউনিয়নের চর চিলাখালের রফিকুল ইসলাম (৫০) আজকের পত্রিকাকে বলেন, ‘কিসের ঈদ করমো, হামার এত্তি বিছন (ধানের বীজ), মরিচ ক্ষ্যাত, রাস্তা-ঘাট সউগ তলে গেইছে। ৩-৪ দিন ধরি বাড়ী থাকি বেরবারে পাইচোল না।’
লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ইউনিয়নে প্রায় ছয় শত পরিবার পানিবন্দী। এসব এলাকার মানুষদের উঁচু স্থানে নিয়ে আসার জন্য কাজ করছি।’
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্লাবিত এলাকার খোঁজখবর রাখছি।’ নদীর চরাঞ্চলে বাস করা বাসিন্দাদের উঁচু জায়গায় গবাদিপশুসহ অন্যান্য সামগ্রী রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী পিয়াস চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাজ চলমান। কোলকোন্দ ইউনিয়নের এলাকায় ভাঙন কবলিত এলাকার জন্য ৪ হাজার ৪২৩টি জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে।
রংপুরের গঙ্গাচড়ায় দুদিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, আমন বীজতলা, মরিচ খেতসহ বিভিন্ন ফসল। উপজেলার কোলকোন্দ, লক্ষীটারী, নোহালী ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। এদিকে কোলকোন্দ ইউনিয়নে ভাঙন হুমকিতে পড়েছে প্রায় ৫০টি পরিবার।
পাউবোর নিয়ন্ত্রণকক্ষ জানায়, আজ বুধবার সকাল নয়টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৯২ সেন্টিমিটার। যা বিপৎসীমার শূন্য দশমিক ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সকাল ৬টায় যা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার। দুপুর ১২টায় ৫১ দশমিক ৮৮। এখানে বিপৎসীমা ধরা হয় (৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।
এদিকে বুধবার সকাল নয়টায় তিস্তার কাউনিয়া পয়েন্টে শূন্য দশমিক ২০ সেন্টিমিটার পানি প্রবাহ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে ভোর ছয়টায় ওই পয়েন্টে পানি প্রবাহ বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে ছিল। দুপুর ১২টায় ২৮ দশমিক ৯৩ যা বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা (২৮ দশমিক ৭৫ সেন্টিমিটার)।
আজ সরেজমিন সকালে কোলকোন্দ ইউনিয়নের গোডাউনের হাট এলাকায় গিয়ে দেখা যায়, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ থেকে ১ নম্বর গ্রয়িং বাঁধ পর্যন্ত তিস্তা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এ সময় কথা হয় তিস্তার ভাঙনে ঘরের অর্ধেক ধসে যাওয়া এক পরিবারের সদস্য টুনু মিয়ার (৫২) সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাহে ১ মাস আগ থাকি মেম্বার চেয়ারম্যানক কইচোল পানি উন্নয়ন বোর্ডের লোকজনক খবর দিবার। কয়েক দিন আগত কাম শুরু করলে কি আর আজ হামার ঘর ভাঙিল হয়। হামার ইদটাও ভাল করি কইরবার দেইল না। ৪-৫ দিন থাকি চোখত ঘুম নাই আজ যদি বৃষ্টি হয় পুরা বাড়িরা ভাঙি নদীত যাইবে।’
একই এলাকার বাসিন্দা সারওয়ার (৬০) আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের নদী খুরলে (খনন) কি হয়? নদীর পেটত বালাতে ভর্তি। তাই অল্প একনা পানিতে নদী উচলি যায়। আগত নদী আচলো মাজত। এলা হইছে দুই বগলোত। মাজত উচা চর হয়া আছে। যতোই বস্তা ফেলাইক না ক্যানে কেনো কাম হবার নেয়। নদী না খুরা পর্যন্ত।’
কোলকোন্দ ইউনিয়নের চর চিলাখালের রফিকুল ইসলাম (৫০) আজকের পত্রিকাকে বলেন, ‘কিসের ঈদ করমো, হামার এত্তি বিছন (ধানের বীজ), মরিচ ক্ষ্যাত, রাস্তা-ঘাট সউগ তলে গেইছে। ৩-৪ দিন ধরি বাড়ী থাকি বেরবারে পাইচোল না।’
লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ইউনিয়নে প্রায় ছয় শত পরিবার পানিবন্দী। এসব এলাকার মানুষদের উঁচু স্থানে নিয়ে আসার জন্য কাজ করছি।’
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্লাবিত এলাকার খোঁজখবর রাখছি।’ নদীর চরাঞ্চলে বাস করা বাসিন্দাদের উঁচু জায়গায় গবাদিপশুসহ অন্যান্য সামগ্রী রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী পিয়াস চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাজ চলমান। কোলকোন্দ ইউনিয়নের এলাকায় ভাঙন কবলিত এলাকার জন্য ৪ হাজার ৪২৩টি জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে।
মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফজয়ী অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল খেলার সরঞ্জা
৩৮ মিনিট আগেনাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেট কারে সাইদুর রহমান (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, নিহত সাইদুর একজন পেশাদার গাড়িচালক।
১ ঘণ্টা আগেআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তা ও ব্যাংকের নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের আহতের খবর পাওয়া গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা সবাই ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারী। তবে হামলার সময় নিরাপত্তাকর্মীদের লাঠিপেটায় কতজন কর্মকর্তা আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান ওরফে আরমান আলী বাবুর (১১) গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করার কথা জানালেও স্থানীয় থানা-পুলিশের বক্তব্যে এসেছে ভিন্ন সুর। র্যাব যেখানে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে, সেখানে থানা-পুলিশ বলছে—গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্য
২ ঘণ্টা আগে