ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে একই স্থানের পরপর চারটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক ও সহযোগী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার রাঙামাটি বিজিবি ক্যাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মিনি পিকআপচালক নায়েব আলী (৪০) ও সহযোগী শফিউজ্জামান (৪২)। নায়েব আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে ও শফিউজ্জামান একই জেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী বিজিবি ক্যাম্প বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি ক্যাম্পের সামনে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরই মধ্যে একই দিক থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
একই দিক থেকে আসা আরও একটি গমবোঝাই ট্রাক সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে এসে ওই কাভার্ড ভ্যানের পেছন দিকে ধাক্কা দেয়। এরই মধ্যে এর একই দিক থেকে আসা একটি মুরগিবোঝাই পিকআপ ওই গমবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়—এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপটির চালক ও সহযোগীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
নিহত শফিউজ্জামানের শ্যালক আশরাফুল আলম বলেন, শফিউজ্জামানসহ চালক নায়েব আলী ঠাকুরগাঁও থেকে মুরগি নিয়ে রাজশাহীতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহযোগীদের পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে একই স্থানের পরপর চারটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক ও সহযোগী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার রাঙামাটি বিজিবি ক্যাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মিনি পিকআপচালক নায়েব আলী (৪০) ও সহযোগী শফিউজ্জামান (৪২)। নায়েব আলী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ফয়েজ উল্লার ছেলে ও শফিউজ্জামান একই জেলার বাঙ্গালীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী বিজিবি ক্যাম্প বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি ক্যাম্পের সামনে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরই মধ্যে একই দিক থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
একই দিক থেকে আসা আরও একটি গমবোঝাই ট্রাক সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে এসে ওই কাভার্ড ভ্যানের পেছন দিকে ধাক্কা দেয়। এরই মধ্যে এর একই দিক থেকে আসা একটি মুরগিবোঝাই পিকআপ ওই গমবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়—এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপটির চালক ও সহযোগীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
নিহত শফিউজ্জামানের শ্যালক আশরাফুল আলম বলেন, শফিউজ্জামানসহ চালক নায়েব আলী ঠাকুরগাঁও থেকে মুরগি নিয়ে রাজশাহীতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিদর্শক আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান থানায় এনে রাখা হয়েছে। তবে চালক ও সহযোগীদের পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ভগ্নিপতি ও ভাগনে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছেরাগ আলী (৫৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
১ মিনিট আগেঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৩ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৮ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৮ মিনিট আগে