ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন এ্যানি। কর্মশালার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
এ্যানি বলেন, ‘আমরা একদিকে আন্দোলন করছি, অন্যদিকে ২৭ দফাভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছি। সেখান থেকেই ৩১ দফার রূপরেখা এসেছে। ২০২৩ সালে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।’
এ্যানি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে চিন্তা ও পরিকল্পনা নেওয়া হয়েছে, তা ধীরে ধীরে রাজনৈতিক ঐক্য ও গণ–আন্দোলনের ভিত্তি গড়ে তুলেছে। সেই আন্দোলনই আজ এক দফা—শেখ হাসিনার পদত্যাগ—দাবি করে এগোচ্ছে।
বর্তমান সরকারের সংস্কার ও নির্বাচনের যে প্রস্তাব, তা অনেকটাই বিএনপির ৩১ দফার সঙ্গে সংগতিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সংগঠনের তৎপরতা সম্পর্কে এ্যানি বলেন, আন্দোলনের সময় সংগঠনে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে এখন সময় এসেছে ৩১ দফাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার। তিনি দলীয় নেতা-কর্মীদের দফাগুলো জনসমক্ষে তোলার আহ্বান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন এ্যানি। কর্মশালার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
এ্যানি বলেন, ‘আমরা একদিকে আন্দোলন করছি, অন্যদিকে ২৭ দফাভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছি। সেখান থেকেই ৩১ দফার রূপরেখা এসেছে। ২০২৩ সালে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।’
এ্যানি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে চিন্তা ও পরিকল্পনা নেওয়া হয়েছে, তা ধীরে ধীরে রাজনৈতিক ঐক্য ও গণ–আন্দোলনের ভিত্তি গড়ে তুলেছে। সেই আন্দোলনই আজ এক দফা—শেখ হাসিনার পদত্যাগ—দাবি করে এগোচ্ছে।
বর্তমান সরকারের সংস্কার ও নির্বাচনের যে প্রস্তাব, তা অনেকটাই বিএনপির ৩১ দফার সঙ্গে সংগতিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সংগঠনের তৎপরতা সম্পর্কে এ্যানি বলেন, আন্দোলনের সময় সংগঠনে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে এখন সময় এসেছে ৩১ দফাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার। তিনি দলীয় নেতা-কর্মীদের দফাগুলো জনসমক্ষে তোলার আহ্বান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
দাবিকৃত টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল সোমবার চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলাটি হয়।
৩ মিনিট আগেরাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খোলার সাত দিন পর বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান। তিনি জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭ দশমিক ৩৪ ফুট ‘মিন সি
৩ মিনিট আগেগোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১৩ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগে