Ajker Patrika

সেচপাম্প চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৫, ১৫: ৫৮
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে কৃষকের সেচপাম্প চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসান মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে এ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মংকর্তা (ওসি) এম এ ফারুক।

পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের কৃষক আফজাল হোসেন গতকাল শুক্রবার বিকেলে তাতারপুর মাঠে সেচঘরে তালা দিয়ে বাড়িতে যান। আজ ফজরের নামাজ শেষে জমিতে পানি দেওয়ার জন্য সেচঘরে গেলে ঘরের দরজার তালা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন সেচপাম্পের বৈদ্যুতিক তারে একজন জড়িয়ে আছেন। তা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে দেখে একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে হাসান মিয়া বৈদ্যুতিক তারে আটকে মৃত অবস্থায় রয়েছেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকালে শুনলাম আফজাল হোসেনের সেচ মোটরে একজন বিদ্যুতায়িত মারা গেছেন। গিয়ে দেখি সে একই গ্রামের শহীদুল ইসলামে ছেলে হাসান। তবে আমরা ধারণা করছি, সে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’

পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক মোবাইল ফোনে বলেন, প্রাথমিক তদন্তে চুরির সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মৃত হাসানের বাবা বিনা পোস্টমর্টেমে কাফনের জন্য থানায় একটা আবেদন জমা দিয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত