কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়ন থেকে তিনটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের একটি বাড়ি থেকে এই তক্ষকগুলো উদ্ধার করা হয়। এ সময় তক্ষক বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বলদিয়া ইউনিয়নের নয়ানা গ্রামের মোরশেদ রহমান (৩২), বিষ্ণুপুর গ্রামের কাশেম (৩৬), মোজাম্মেল (৪৮), রিয়াজুল ইসলাম (৪৫) ও বড় ছড়ারপাড় গ্রামের শাহ আলম (৪৫)।
পুলিশ জানায়, বুধবার ভোরে কচাকাটা থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের মনির উদ্দিনের বসত ঘর থেকে তিনটি তক্ষক উদ্ধার করে। এ সময় প্রাণীটি কেনা-বেচার চেষ্টার অভিযোগে ওই বাড়ি থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মনির উদ্দিনসহ আরও কয়েকজন পালিয়ে যায়।
আসামিদের বরাতে পুলিশ আরও জানায়, উদ্ধার করা তক্ষকগুলো ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে আনা হয়েছে। এগুলো বিক্রয়ের প্রস্তুতি চলছিল।
ওসি বিশ্বদেব রায় বলেন, আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দেওয়া হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, বাংলাদেশে আইইউসিএনের লাল তালিকা (২০১৫) অনুযায়ী তক্ষক লিস্ট কনসার্ন (কম উদ্বেগজনক) প্রাণী। কিন্তু বৈশ্বিক লাল তালিকা অনুযায়ী এটি প্রায় সংকটাপন্ন।
জোহরা মিলা বলেন, ‘তক্ষকের দাম ও তক্ষক দিয়ে তৈরি ওষুধ নিয়ে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। আর গুজবে বিশ্বাস করে এক শ্রেণির লোক রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে তক্ষক শিকারে উৎসাহিত হচ্ছে। এ ছাড়া তক্ষক দ্বারা তৈরি বিভিন্ন ওষুধের উপকারিতা নিয়ে যা শোনা যায়, বৈজ্ঞানিকভাবে তার কোনো ভিত্তি নেই।’
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়ন থেকে তিনটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের একটি বাড়ি থেকে এই তক্ষকগুলো উদ্ধার করা হয়। এ সময় তক্ষক বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বলদিয়া ইউনিয়নের নয়ানা গ্রামের মোরশেদ রহমান (৩২), বিষ্ণুপুর গ্রামের কাশেম (৩৬), মোজাম্মেল (৪৮), রিয়াজুল ইসলাম (৪৫) ও বড় ছড়ারপাড় গ্রামের শাহ আলম (৪৫)।
পুলিশ জানায়, বুধবার ভোরে কচাকাটা থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া পালপাড়া গ্রামের মনির উদ্দিনের বসত ঘর থেকে তিনটি তক্ষক উদ্ধার করে। এ সময় প্রাণীটি কেনা-বেচার চেষ্টার অভিযোগে ওই বাড়ি থেকে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মনির উদ্দিনসহ আরও কয়েকজন পালিয়ে যায়।
আসামিদের বরাতে পুলিশ আরও জানায়, উদ্ধার করা তক্ষকগুলো ভারত থেকে সীমান্ত পথে বাংলাদেশে আনা হয়েছে। এগুলো বিক্রয়ের প্রস্তুতি চলছিল।
ওসি বিশ্বদেব রায় বলেন, আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দেওয়া হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, বাংলাদেশে আইইউসিএনের লাল তালিকা (২০১৫) অনুযায়ী তক্ষক লিস্ট কনসার্ন (কম উদ্বেগজনক) প্রাণী। কিন্তু বৈশ্বিক লাল তালিকা অনুযায়ী এটি প্রায় সংকটাপন্ন।
জোহরা মিলা বলেন, ‘তক্ষকের দাম ও তক্ষক দিয়ে তৈরি ওষুধ নিয়ে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। আর গুজবে বিশ্বাস করে এক শ্রেণির লোক রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে তক্ষক শিকারে উৎসাহিত হচ্ছে। এ ছাড়া তক্ষক দ্বারা তৈরি বিভিন্ন ওষুধের উপকারিতা নিয়ে যা শোনা যায়, বৈজ্ঞানিকভাবে তার কোনো ভিত্তি নেই।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৩ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে