উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের চার দিন পর তিস্তা নদীতে ডুবে যাওয়া কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে তিস্তা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্বজনেরা বদিয়াজ্জামান বদিয়ালের (৫৮) মরদেহ হিসাবে শনাক্ত করেন। নিহত বদিয়ালের মরদেহ উদ্ধারের পর সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গত বুধবার বিকেলে সাঁতরে তিস্তা নদী পাড় হওয়ার সময় নিখোঁজ হন তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামের শহিদুল, গোলজার ও বদিয়াজ্জামানসহ চারজন গত বুধবার দুপুরে গরুর খাদ্য (ঘাস) সংগ্রহের জন্য পূর্ব দিক থেকে তিস্তা নদী সাঁতরে পশ্চিম দিকের গোড়াই পিয়ার চরে যান। এরপর ঘাস সংগ্রহ শেষে বিকেলে চারজন মিলে পুনরায় নদী সাঁতরে পূর্ব দিকে আসার পথে মাঝ নদীতে তিস্তার প্রবল স্রোতের মধ্যে পড়ে তিনজন তীরে পৌঁছাতে পারলেও বদিয়াজ্জামান নিখোঁজ হয়ে যান।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হন। নিখোঁজের চার দিন পর শনিবার ভোর রাতে দুর্ঘটনাস্থলের কিছু দুরে জুয়ানসাতরা এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পরিবারের পক্ষ থেকে বদিয়ালকে শনাক্ত করা হয়।
থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের চার দিন পর তিস্তা নদীতে ডুবে যাওয়া কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে তিস্তা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্বজনেরা বদিয়াজ্জামান বদিয়ালের (৫৮) মরদেহ হিসাবে শনাক্ত করেন। নিহত বদিয়ালের মরদেহ উদ্ধারের পর সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গত বুধবার বিকেলে সাঁতরে তিস্তা নদী পাড় হওয়ার সময় নিখোঁজ হন তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামের শহিদুল, গোলজার ও বদিয়াজ্জামানসহ চারজন গত বুধবার দুপুরে গরুর খাদ্য (ঘাস) সংগ্রহের জন্য পূর্ব দিক থেকে তিস্তা নদী সাঁতরে পশ্চিম দিকের গোড়াই পিয়ার চরে যান। এরপর ঘাস সংগ্রহ শেষে বিকেলে চারজন মিলে পুনরায় নদী সাঁতরে পূর্ব দিকে আসার পথে মাঝ নদীতে তিস্তার প্রবল স্রোতের মধ্যে পড়ে তিনজন তীরে পৌঁছাতে পারলেও বদিয়াজ্জামান নিখোঁজ হয়ে যান।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হন। নিখোঁজের চার দিন পর শনিবার ভোর রাতে দুর্ঘটনাস্থলের কিছু দুরে জুয়ানসাতরা এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পরিবারের পক্ষ থেকে বদিয়ালকে শনাক্ত করা হয়।
থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যশোরের মনিরামপুরে শিক্ষা মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি প্রাইভেট কারের ধাক্কায় শাহিনুর রহমান শাহীন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের আগরহাটি স্টার ব্রিকসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে প্রধানমন্ত্রীর দপ্তরের শিক্ষা সহায়তা
৮ মিনিট আগেনিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে আটক হওয়া সেই যুবক এবার ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করেছেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত-১) মো. আবু বকর সিদ্দিকের আদালতে এই মামলার আবেদন করেন।
৮ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষ শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া সহ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মানুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়।
২২ মিনিট আগেযশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেক ঘষামাজা করে পৌনে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা হয়। ২০২৪ সালের ১৬ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের তৎকালীন উপপরিচালক আল-আমিন শিক্ষা বোর্ডের আলোচিত চেক দুর্নীতি মামলার তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে
২৭ মিনিট আগে