কুড়িগ্রাম প্রতিনিধি
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। আজ রোববার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সতর্কীকরণ কেন্দ্রের বন্যার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় এই নদীগুলোর পানির সমতল বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া গেজ স্টেশনে ১৪ সেন্টিমিটার বাড়ে। ওই সময়ে পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিস্তার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা প্রকাশ করে আজ দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তবে পানি বাড়লেও আজ দুপুর পর্যন্ত তিস্তার ভাটিতে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির তেমন লক্ষণ পরিলক্ষিত হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে। রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা তীরবর্তী চতুরা এলাকার বাসিন্দা মিলন বলেন, পানি কিছুটা বাড়ছে, তবে বন্যা হওয়ার মতো বাড়েনি।
এ বিষয়ে পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ি ও কৃষিজমি প্লাবিত হতে পারে। তবে তা স্বল্পমেয়াদি। অন্য নদ-নদীর পানি বাড়লেও বিপৎসীমায় পৌঁছানোর আশঙ্কা নেই।
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। আজ রোববার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সতর্কীকরণ কেন্দ্রের বন্যার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় এই নদীগুলোর পানির সমতল বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া গেজ স্টেশনে ১৪ সেন্টিমিটার বাড়ে। ওই সময়ে পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিস্তার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা প্রকাশ করে আজ দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তবে পানি বাড়লেও আজ দুপুর পর্যন্ত তিস্তার ভাটিতে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির তেমন লক্ষণ পরিলক্ষিত হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে। রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা তীরবর্তী চতুরা এলাকার বাসিন্দা মিলন বলেন, পানি কিছুটা বাড়ছে, তবে বন্যা হওয়ার মতো বাড়েনি।
এ বিষয়ে পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ি ও কৃষিজমি প্লাবিত হতে পারে। তবে তা স্বল্পমেয়াদি। অন্য নদ-নদীর পানি বাড়লেও বিপৎসীমায় পৌঁছানোর আশঙ্কা নেই।
একপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
২ মিনিট আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
৬ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২৩ মিনিট আগেগাইবান্ধায় এক নারীকে কৌশলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণ মামলার আসামি আব্দুল আজিজ খোকনের বিরুদ্ধে। আব্দুল আজিজ খোকন গাইবান্ধা সাঘাটা উপজেলার উত্তর উল্লা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
২৬ মিনিট আগে