রংপুর প্রতিনিধি
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-১ তোলা হলে আদালতের বিচারক সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে মহানগর কোতোয়ালি থানা থেকে তাঁকে কড়া প্রহরায় আদালতে নিয়ে আসা হয়। শুনানিতে মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজার রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, ‘সাবেক এমপি আফতাব উদ্দিন বয়স্ক মানুষ। রাজনৈতিক কারণে মামলার আসামি হয়েছেন। তাঁর পক্ষে জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড দিয়েছেন।’
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ছিলেন।
পুলিশ আরও জানায়, বিগত ১৬ বছর বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। ওই মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনি ডিমলা এবং নীলফামারী সদর থানায় পৃথক হত্যাচেষ্টা মামলার আসামি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-১ তোলা হলে আদালতের বিচারক সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে মহানগর কোতোয়ালি থানা থেকে তাঁকে কড়া প্রহরায় আদালতে নিয়ে আসা হয়। শুনানিতে মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজার রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, ‘সাবেক এমপি আফতাব উদ্দিন বয়স্ক মানুষ। রাজনৈতিক কারণে মামলার আসামি হয়েছেন। তাঁর পক্ষে জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড দিয়েছেন।’
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ছিলেন।
পুলিশ আরও জানায়, বিগত ১৬ বছর বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। ওই মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনি ডিমলা এবং নীলফামারী সদর থানায় পৃথক হত্যাচেষ্টা মামলার আসামি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৫ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৮ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
৯ মিনিট আগেনতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
১২ মিনিট আগে