রাবি প্রতিনিধি
বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। এ দাবিতে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তাঁরা এ দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একটি মানববন্ধন কর্মসূচিও পালন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, বার কাউন্সিল পরীক্ষায় ৪ হাজার ২০ টাকা ফি নির্ধারণ অযৌক্তিক ও নজিরবিহীন; যেখানে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। এমনকি বিসিএসের মতো পরীক্ষায় যাতে আঞ্চলিক কেন্দ্র থাকে, সেখানে অনেক বেশি খরচ হওয়ার কথা থাকলেও ২০০ টাকায় আবেদন করা যায়।
অন্যদিকে বার কাউন্সিলের পরীক্ষায় আবেদন ফি বেশি দেওয়ার পরও ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে যাতায়াত, থাকা-খাওয়াসহ পরীক্ষাকে কেন্দ্র করে বিপুল টাকা খরচ হয়। ফলে অনেক শিক্ষার্থী প্রাথমিক অবস্থায় শুধু আবেদনও করতে পারেন না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, একজন আইন গ্র্যাজুয়েটকে আইনজীবী হতে হলে প্রথমে ইন্টিমেশন জমা দিতে হয়, এতে ক্ষেত্রবিশেষে কমবেশি দুই হাজার টাকা পরিশোধ করতে হয়। ছয় মাস পরে ফরম ফিলাপের সুযোগ হয়, তখন পরীক্ষার্থীকে ৪০২০ টাকা প্রদান করতে হয়। তখন একজন শিক্ষানবিশ আইনজীবী বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় বসতে পারে; যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
আবু সাঈদ আরও বলেন, ‘এত কিছুর পর প্রিলি, লিখিত, ভাইভা পরীক্ষার মাধ্যমে কোয়ালিফাই করে একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে যখন বার অ্যাসোসিয়েশনগুলোয় সদস্য হতে যান, তখন তাঁকে আবারও বড় অঙ্কের টাকা গুনতে হয়। কোনো কোনো সময় এটা ৬০-৭০ হাজার টাকা পর্যন্ত হয়। একজন শিক্ষানবিশ আইনজীবীর ওপর এগুলো চরম মাত্রার জুলুম। তাই বার কাউন্সিল ইতিমধ্যে যে ফরম ফিলাপের বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা সংশোধন করে ফরম ফিলাপের ফি যুক্তিসংগত মাত্রায় কমিয়ে এনে পুনরায় বিজ্ঞপ্তি প্রদানের দাবি জানাচ্ছি।’
আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরুখ মাহমুদ বলেন, ‘অভ্যুত্থানের পরে বিসিএসের মতো পরীক্ষার ফি কমিয়ে ২০০ টাকাতে আনা হয়েছে। কিন্তু বার কাউন্সিলের পরীক্ষার ফি এখনো কমানো হয়নি। একটা সদ্য পাস করা আইনের ছাত্র যখন পড়াশোনা করে বের হয়, তখন প্রথম পরিচয় খোঁজে একজন আইনজীবী হওয়ার জন্য। এখন একটা পরীক্ষা দেওয়ার জন্য বা পাস করার জন্য যদি এত টাকা ফি দিতে হয়, তাহলে আইনের ছাত্রদের জন্য এটা লজ্জা ও অপমানজনক।’
বার কাউন্সিল পরীক্ষার বর্তমান ফি অযৌক্তিক ও নজিরবিহীন হিসেবে মনে করছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী এবং এই আন্দোলনের আহ্বায়ক কামরুল হাসান সজীব। তিনি আজকের পত্রিকাকে বলেন, বার কাউন্সিল পরীক্ষায় ৪ হাজার ২০ টাকা ফি নির্ধারণ অযৌক্তিক ও নজিরবিহীন। এমনকি বিসিএসের মতো পরীক্ষায় যাতে আঞ্চলিক কেন্দ্র থাকে, সেখানে অনেক বেশি খরচ হওয়ার কথা থাকলেও ২০০ টাকায় আবেদন করা যায়। অন্যদিকে বার কাউন্সিলের পরীক্ষায় আবেদন ফি বেশি ফি দেওয়ার পরও ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে যাতায়াত, থাকা-খাওয়াসহ পরীক্ষাকে কেন্দ্র করে বিপুল টাকা খরচ হয়। ফলে অনেক শিক্ষার্থী প্রাথমিক অবস্থায় শুধু আবেদনও করতে পারেন না।
কামরুল হাসান সজীব আরও বলেন, ‘অনার্স-মাস্টার্স শেষে আমাদের যে শুধু একটা পরীক্ষায় বসতে হয়, এমন না। প্রতি মাসে আমাদের কয়েকটি পরীক্ষার জন্য ঢাকা যেতে হয়। সুতরাং, এত টাকা খরচ করে একটি পরীক্ষায় বসা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই আমরা বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানাচ্ছি।’
বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। এ দাবিতে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তাঁরা এ দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একটি মানববন্ধন কর্মসূচিও পালন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, বার কাউন্সিল পরীক্ষায় ৪ হাজার ২০ টাকা ফি নির্ধারণ অযৌক্তিক ও নজিরবিহীন; যেখানে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। এমনকি বিসিএসের মতো পরীক্ষায় যাতে আঞ্চলিক কেন্দ্র থাকে, সেখানে অনেক বেশি খরচ হওয়ার কথা থাকলেও ২০০ টাকায় আবেদন করা যায়।
অন্যদিকে বার কাউন্সিলের পরীক্ষায় আবেদন ফি বেশি দেওয়ার পরও ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে যাতায়াত, থাকা-খাওয়াসহ পরীক্ষাকে কেন্দ্র করে বিপুল টাকা খরচ হয়। ফলে অনেক শিক্ষার্থী প্রাথমিক অবস্থায় শুধু আবেদনও করতে পারেন না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, একজন আইন গ্র্যাজুয়েটকে আইনজীবী হতে হলে প্রথমে ইন্টিমেশন জমা দিতে হয়, এতে ক্ষেত্রবিশেষে কমবেশি দুই হাজার টাকা পরিশোধ করতে হয়। ছয় মাস পরে ফরম ফিলাপের সুযোগ হয়, তখন পরীক্ষার্থীকে ৪০২০ টাকা প্রদান করতে হয়। তখন একজন শিক্ষানবিশ আইনজীবী বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় বসতে পারে; যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
আবু সাঈদ আরও বলেন, ‘এত কিছুর পর প্রিলি, লিখিত, ভাইভা পরীক্ষার মাধ্যমে কোয়ালিফাই করে একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে যখন বার অ্যাসোসিয়েশনগুলোয় সদস্য হতে যান, তখন তাঁকে আবারও বড় অঙ্কের টাকা গুনতে হয়। কোনো কোনো সময় এটা ৬০-৭০ হাজার টাকা পর্যন্ত হয়। একজন শিক্ষানবিশ আইনজীবীর ওপর এগুলো চরম মাত্রার জুলুম। তাই বার কাউন্সিল ইতিমধ্যে যে ফরম ফিলাপের বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা সংশোধন করে ফরম ফিলাপের ফি যুক্তিসংগত মাত্রায় কমিয়ে এনে পুনরায় বিজ্ঞপ্তি প্রদানের দাবি জানাচ্ছি।’
আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরুখ মাহমুদ বলেন, ‘অভ্যুত্থানের পরে বিসিএসের মতো পরীক্ষার ফি কমিয়ে ২০০ টাকাতে আনা হয়েছে। কিন্তু বার কাউন্সিলের পরীক্ষার ফি এখনো কমানো হয়নি। একটা সদ্য পাস করা আইনের ছাত্র যখন পড়াশোনা করে বের হয়, তখন প্রথম পরিচয় খোঁজে একজন আইনজীবী হওয়ার জন্য। এখন একটা পরীক্ষা দেওয়ার জন্য বা পাস করার জন্য যদি এত টাকা ফি দিতে হয়, তাহলে আইনের ছাত্রদের জন্য এটা লজ্জা ও অপমানজনক।’
বার কাউন্সিল পরীক্ষার বর্তমান ফি অযৌক্তিক ও নজিরবিহীন হিসেবে মনে করছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী এবং এই আন্দোলনের আহ্বায়ক কামরুল হাসান সজীব। তিনি আজকের পত্রিকাকে বলেন, বার কাউন্সিল পরীক্ষায় ৪ হাজার ২০ টাকা ফি নির্ধারণ অযৌক্তিক ও নজিরবিহীন। এমনকি বিসিএসের মতো পরীক্ষায় যাতে আঞ্চলিক কেন্দ্র থাকে, সেখানে অনেক বেশি খরচ হওয়ার কথা থাকলেও ২০০ টাকায় আবেদন করা যায়। অন্যদিকে বার কাউন্সিলের পরীক্ষায় আবেদন ফি বেশি ফি দেওয়ার পরও ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে যাতায়াত, থাকা-খাওয়াসহ পরীক্ষাকে কেন্দ্র করে বিপুল টাকা খরচ হয়। ফলে অনেক শিক্ষার্থী প্রাথমিক অবস্থায় শুধু আবেদনও করতে পারেন না।
কামরুল হাসান সজীব আরও বলেন, ‘অনার্স-মাস্টার্স শেষে আমাদের যে শুধু একটা পরীক্ষায় বসতে হয়, এমন না। প্রতি মাসে আমাদের কয়েকটি পরীক্ষার জন্য ঢাকা যেতে হয়। সুতরাং, এত টাকা খরচ করে একটি পরীক্ষায় বসা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই আমরা বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানাচ্ছি।’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হেফাজতে ইসলাম কথা বললেও রাজনৈতিক একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকে আছেন নির্বাচন করতে চান—এ প্রশ্ন উঠেছে। উঠতে পারে, কারণ, হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়।
৩ ঘণ্টা আগেরাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে তিনজনকে ডেকে নিয়ে নির্যাতনের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় পড়েছেন মামলার বাদী। নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে সোনালী পরিবহনের বাসের ধাক্কায় মো. রাজু মিয়া (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসার দক্ষিণে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় নয়ন হত্যার পর ড্রামে গুম করার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা ও তাঁর মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছেন। ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত থাকার কথা স্বীকার করার পাশাপাশি বাকি জড়িতদের নাম ও লাশ গুমের পুরো ঘটনা তুলে ধরেছে সাবিনা।
৪ ঘণ্টা আগে