Ajker Patrika

লালমনি এক্সপ্রেস ট্রেনে ১৪০ যাত্রীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬: ৩২
লালমনি এক্সপ্রেস ট্রেনে ১৪০ যাত্রীকে জরিমানা

লালমনিরহাট-ঢাকা রেলপথে চলাচলকারী লালমনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৪০ জন বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন থেকে নাটোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ফেরদৌস।

রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার হওয়ায় স্বাভাবিকের চেয়ে ট্রেনে যাত্রীর চাপ ছিল বেশি। টিকিটবিহীন যাত্রীর সংখ্যাও ছিল অনেক। ট্রেনে মসজিদের ভেতরে টিকিটবিহীন চারজনসহ মোট ১৪০ জন যাত্রী পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘একজন প্রতিবন্ধী টিকিট না কেটেই লালমনিরহাটে যাচ্ছিলেন। তাঁর টিকিট নাকি লাগে না। তিনি কাউন্টার থেকে রেয়াতি ভাড়ায় টিকিট নিতে পারতেন, কিন্তু ট্রেনের মধ্যে নয়। বিষয়টি বুঝিয়ে তাঁকেও ট্রেনে টিকিট কাটানো হয়। অভিযানে জরিমানাসহ ভাড়া বাবদ আদায় করা হয়েছে ৪৪ হাজার ৩০০ টাকা। আদায় করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত