নওগাঁ প্রতিনিধি
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। প্রতিনিয়ত বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। বিদেশে বসে দেশের ক্ষতি করার জন্য জেনে-বুঝে পরিকল্পনা করে গুজবগুলো ছড়ানো হয়। ভুয়া ইউটিউব চ্যানেল ও নিউজের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব মোকাবিলায় প্রযুক্তিতে অগ্রসর আওয়ামী লীগের কর্মীরা ফ্যাক্ট তুলে ধরবে।’
আজ বুধবার নওগাঁ শহরের সরিষা হাটির মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
কবির বিন আনোয়ার বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের নির্বাচন করে প্রমাণ করা হবে, আওয়ামী লীগ সঠিক পথে আছে। দেশের মানুষ কখনই ভুল করেনি, তারা সঠিক রায়টাই দিয়ে থাকে। এবারও তারা বঙ্গবন্ধুকন্যাকে বিপুলভাবে জয়যুক্ত করবে। যদি আমরা দলীয় কর্মীরা আমাদের কাজ ঠিকমতো করি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ জিতে। আর আওয়ামী লীগ হারলে স্বাধীনতাবিরোধীরা চাঙা হয়ে ওঠে। এই শক্তিকে মোকাবিলার জন্য আজকে আমাদের স্মার্ট দল গঠনের অভিযাত্রা।’
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রাখতে চায়।’
তিনি আরও বলেন, ‘এ জন্য প্রয়োজন স্মার্ট দল ও স্মার্ট কর্মী। সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ দেশের প্রতিটি দলীয় কার্যালয় ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে। দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারে প্রযুক্তি অগ্রসর একটা টিম কাজ করবে। যাঁরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে অনলাইন ও অফলাইনে কাজ করবে।’
কবির বিন আনোয়ার বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, বিগত এক শ বছরেও তা হয়নি। সেই উন্নয়নের সুফল যে সাধারণ মানুষ পাচ্ছে, সেগুলো গণমানুষের কাছে তুলে ধরতে হবে। আর এ ক্ষেত্রে স্মার্ট কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবির বিন আনোয়ার। এতে জেলা-উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। প্রতিনিয়ত বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। বিদেশে বসে দেশের ক্ষতি করার জন্য জেনে-বুঝে পরিকল্পনা করে গুজবগুলো ছড়ানো হয়। ভুয়া ইউটিউব চ্যানেল ও নিউজের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব মোকাবিলায় প্রযুক্তিতে অগ্রসর আওয়ামী লীগের কর্মীরা ফ্যাক্ট তুলে ধরবে।’
আজ বুধবার নওগাঁ শহরের সরিষা হাটির মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
কবির বিন আনোয়ার বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের নির্বাচন করে প্রমাণ করা হবে, আওয়ামী লীগ সঠিক পথে আছে। দেশের মানুষ কখনই ভুল করেনি, তারা সঠিক রায়টাই দিয়ে থাকে। এবারও তারা বঙ্গবন্ধুকন্যাকে বিপুলভাবে জয়যুক্ত করবে। যদি আমরা দলীয় কর্মীরা আমাদের কাজ ঠিকমতো করি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ জিতে। আর আওয়ামী লীগ হারলে স্বাধীনতাবিরোধীরা চাঙা হয়ে ওঠে। এই শক্তিকে মোকাবিলার জন্য আজকে আমাদের স্মার্ট দল গঠনের অভিযাত্রা।’
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রাখতে চায়।’
তিনি আরও বলেন, ‘এ জন্য প্রয়োজন স্মার্ট দল ও স্মার্ট কর্মী। সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ দেশের প্রতিটি দলীয় কার্যালয় ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে। দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারে প্রযুক্তি অগ্রসর একটা টিম কাজ করবে। যাঁরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে অনলাইন ও অফলাইনে কাজ করবে।’
কবির বিন আনোয়ার বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, বিগত এক শ বছরেও তা হয়নি। সেই উন্নয়নের সুফল যে সাধারণ মানুষ পাচ্ছে, সেগুলো গণমানুষের কাছে তুলে ধরতে হবে। আর এ ক্ষেত্রে স্মার্ট কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবির বিন আনোয়ার। এতে জেলা-উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে