বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথা মোড় এবং শহীদ খোকন পার্ক এলাকায় এ হামলা হয়। ফ্যাসিবাদীবিরোধী মঞ্চের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে আয়োজক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।
হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী রয়েছেন। উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, ‘আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় এবং আমাদের অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে, দরজা ভেঙে ফেলার চেষ্টা করে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
বগুড়া জেলা এনসিপির সংগঠক আহমেদ সাব্বির বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ডাকে আয়োজিত সমাবেশে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।’
অভিযোগের বিষয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে খোকন পার্কে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। একই সময়ে সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে টেম্পল রোডে অবস্থিত উদীচীর কার্যালয় ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথা মোড় এবং শহীদ খোকন পার্ক এলাকায় এ হামলা হয়। ফ্যাসিবাদীবিরোধী মঞ্চের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে আয়োজক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী।
হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠী ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী রয়েছেন। উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা কার্যালয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, ‘আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায় এবং আমাদের অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে, দরজা ভেঙে ফেলার চেষ্টা করে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।
বগুড়া জেলা এনসিপির সংগঠক আহমেদ সাব্বির বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ডাকে আয়োজিত সমাবেশে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই।’
অভিযোগের বিষয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে খোকন পার্কে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করা হয়। একই সময়ে সেখানে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। পরে টেম্পল রোডে অবস্থিত উদীচীর কার্যালয় ভাঙচুরের চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৪ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
৪ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৫ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৫ ঘণ্টা আগে