নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের বিচার চেয়ে বুকে প্ল্যাকার্ড নিয়ে তিন দিন ধরে রাস্তায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকার (৪৩)। তিনি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
সুরঞ্জিত সরকার ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তবে তিনি পরাজিত হন। ওই নির্বাচনে এমপি আয়েন উদ্দিনই তাঁকে ফেল করিয়েছেন বলে সুরঞ্জিতের অভিযোগ। তাই প্রধানমন্ত্রীর কাছে এমপির বিচার চেয়ে গত বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টে দাঁড়ান তিনি। বুকে প্ল্যাকার্ড নিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত একই স্থানে দাঁড়িয়েছিলেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুরঞ্জিত রাজশাহী প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। বিকেল পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। তাঁর বুকে ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচার চাই। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এমপি আয়েন উদ্দিন ও তাঁর দুলাভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্যাতনের শিকার। ১. ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিরোধিতা করে ফেল করানো। ২. এমপির ক্যাডার বাহিনী দিয়ে হামলা করে হত্যার চেষ্টা ও অর্ধ পঙ্গু বানানো এবং ৩. ২০২১ সালে ইউনিয়ন নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে হিন্দু জাতি ধর্ম তুলে কটূক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা। এই নির্যাতনের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি।’
সুরঞ্জিত সরকার বলেন, ‘এমপি আয়েন উদ্দিন ও তাঁর দুলাভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম আমার পক্ষে ভোট না করে নৌকার বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। তাই প্রথমবার আমি নৌকা পেয়েও ফেল করেছি। পরের নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে এমপি আমাকে জাত ধর্ম তুলে গালিগালাজ করেন। এমপি তাঁর ক্যাডার বাহিনী দিয়ে আমার ওপর হামলা করেন। সেই হামলায় আমি প্রায় মারাই যাচ্ছিলাম। ভারতে গিয়ে চিকিৎসা করে কোনোরকমে বেঁচে আছি। এখনো বছরে কয়েকবার চিকিৎসা করতে যেতে হয়।’
সুরঞ্জিত আরও বলেন, ‘এমপি আয়েন উদ্দিন একজন রাজাকারের সন্তান। সংবাদ সম্মেলন করেও আমি এ কথা বলেছি। তাঁর বাবা যে রাজাকার, সেটা বইপত্রেও লেখা আছে। প্রমাণসহ দেখিয়েছি। তিনি একজন হিন্দুবিদ্বেষী লোক। সে কারণে সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করেন। এমপির দুলাভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম। তিনি উপজেলা চেয়ারম্যান। তিনিও রাজাকারের সন্তান। সে কথাও বইপত্রে লেখা রয়েছে। আমার ওপর যে নির্যাতন চলেছে, আমি তার বিচার প্রধানমন্ত্রীর কাছেই চাই। তাই রাস্তায় দাঁড়াচ্ছি।’
সুরঞ্জিত সরকার বলেন, প্রথম দুই দিন যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে মাইকের শব্দ। তাই আজ শুক্রবার প্রেসক্লাবের সামনে এসেছেন। প্রথম দিন পুলিশ পরিচয়ে দুজন এসে বলেছিলেন, তাঁর সঙ্গে পুলিশ কমিশনার কথা বলতে চান। তাঁরা তাঁকে নিতে এসেছেন। তবে তিনি যাননি। আজ কেউ বাধা দেয়নি। বুকে প্ল্যাকার্ড দেখে অনেকেই তাঁর কাছে নানা বিষয়ে জানতে চাইছেন। তিনি এমপি আয়েন উদ্দিনের নির্যাতনের বর্ণনা শোনাচ্ছেন।’
এ বিষয়ে গত বুধবার এমপি আয়েন উদ্দিন বলেছিলেন, ‘মানসিকভাবে অসুস্থ একটা মানুষকে নিয়ে দয়া করে এগুলো (সংবাদ) করবেন না। তাঁকে নির্যাতন যারা করেছে, সেই সময় থানায় মামলা করেছে। আসামিরা কে দেখেন। একটা পুকুর নিয়ে গন্ডগোল করে মার খেয়েছে। এখন দায় চাপাচ্ছে আমার ওপর। অথচ তাঁর চিকিৎসায় আমি টাকা দিয়েছি। ভারতে পাঠিয়েছি।’
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের বিচার চেয়ে বুকে প্ল্যাকার্ড নিয়ে তিন দিন ধরে রাস্তায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকার (৪৩)। তিনি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
সুরঞ্জিত সরকার ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তবে তিনি পরাজিত হন। ওই নির্বাচনে এমপি আয়েন উদ্দিনই তাঁকে ফেল করিয়েছেন বলে সুরঞ্জিতের অভিযোগ। তাই প্রধানমন্ত্রীর কাছে এমপির বিচার চেয়ে গত বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টে দাঁড়ান তিনি। বুকে প্ল্যাকার্ড নিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত একই স্থানে দাঁড়িয়েছিলেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুরঞ্জিত রাজশাহী প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। বিকেল পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। তাঁর বুকে ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচার চাই। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এমপি আয়েন উদ্দিন ও তাঁর দুলাভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্যাতনের শিকার। ১. ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিরোধিতা করে ফেল করানো। ২. এমপির ক্যাডার বাহিনী দিয়ে হামলা করে হত্যার চেষ্টা ও অর্ধ পঙ্গু বানানো এবং ৩. ২০২১ সালে ইউনিয়ন নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে হিন্দু জাতি ধর্ম তুলে কটূক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা। এই নির্যাতনের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি।’
সুরঞ্জিত সরকার বলেন, ‘এমপি আয়েন উদ্দিন ও তাঁর দুলাভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম আমার পক্ষে ভোট না করে নৌকার বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। তাই প্রথমবার আমি নৌকা পেয়েও ফেল করেছি। পরের নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে এমপি আমাকে জাত ধর্ম তুলে গালিগালাজ করেন। এমপি তাঁর ক্যাডার বাহিনী দিয়ে আমার ওপর হামলা করেন। সেই হামলায় আমি প্রায় মারাই যাচ্ছিলাম। ভারতে গিয়ে চিকিৎসা করে কোনোরকমে বেঁচে আছি। এখনো বছরে কয়েকবার চিকিৎসা করতে যেতে হয়।’
সুরঞ্জিত আরও বলেন, ‘এমপি আয়েন উদ্দিন একজন রাজাকারের সন্তান। সংবাদ সম্মেলন করেও আমি এ কথা বলেছি। তাঁর বাবা যে রাজাকার, সেটা বইপত্রেও লেখা আছে। প্রমাণসহ দেখিয়েছি। তিনি একজন হিন্দুবিদ্বেষী লোক। সে কারণে সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করেন। এমপির দুলাভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম। তিনি উপজেলা চেয়ারম্যান। তিনিও রাজাকারের সন্তান। সে কথাও বইপত্রে লেখা রয়েছে। আমার ওপর যে নির্যাতন চলেছে, আমি তার বিচার প্রধানমন্ত্রীর কাছেই চাই। তাই রাস্তায় দাঁড়াচ্ছি।’
সুরঞ্জিত সরকার বলেন, প্রথম দুই দিন যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে মাইকের শব্দ। তাই আজ শুক্রবার প্রেসক্লাবের সামনে এসেছেন। প্রথম দিন পুলিশ পরিচয়ে দুজন এসে বলেছিলেন, তাঁর সঙ্গে পুলিশ কমিশনার কথা বলতে চান। তাঁরা তাঁকে নিতে এসেছেন। তবে তিনি যাননি। আজ কেউ বাধা দেয়নি। বুকে প্ল্যাকার্ড দেখে অনেকেই তাঁর কাছে নানা বিষয়ে জানতে চাইছেন। তিনি এমপি আয়েন উদ্দিনের নির্যাতনের বর্ণনা শোনাচ্ছেন।’
এ বিষয়ে গত বুধবার এমপি আয়েন উদ্দিন বলেছিলেন, ‘মানসিকভাবে অসুস্থ একটা মানুষকে নিয়ে দয়া করে এগুলো (সংবাদ) করবেন না। তাঁকে নির্যাতন যারা করেছে, সেই সময় থানায় মামলা করেছে। আসামিরা কে দেখেন। একটা পুকুর নিয়ে গন্ডগোল করে মার খেয়েছে। এখন দায় চাপাচ্ছে আমার ওপর। অথচ তাঁর চিকিৎসায় আমি টাকা দিয়েছি। ভারতে পাঠিয়েছি।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৪ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩৫ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে