Ajker Patrika

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৪: ১৮
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের কেশরহাট বাকশৈল এলাকায় গরুবাহী ভটভটি, ব্যাটারিচালিত অটোরিকশা ও সাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), একই উপজেলার সাকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫) এবং পাশের বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের আজিবর রহমান (৪০)। তাঁদের মধ্যে আজিবর গরু ব্যবসায়ী ছিলেন। জাহাঙ্গীর আলম ছিলেন অটোরিকশার চালক। আর আবুল হোসেন ছিলেন বাইসাইকেল আরোহী।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী মোহনপুরের আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), একই গ্রামের তৈয়বুর রহমান (৪৫), গরু ব্যবসায়ী বাগমারার গাঙ্গোপাড়া গ্রামের মো. আনসারুজ্জামান (৮০), জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মো. মামুন (৩৫)।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গরুবাহী ভটভটি মহাসড়ক দিয়ে যাচ্ছিল রাজশাহী শহরের দিকে। বিপরীত দিক থেকে আসছিল অটোরিকশা। এ সময় ভটভটি ও অটোরিকশার মধ্যে একটি সাইকেল ঢুকে পড়ে। তাতে ত্রিমুখী সংঘর্ষে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের লাশ থানায় নেওয়া হয়েছে।

ইব্রাহিম খলিল আরও বলেন, আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত