Ajker Patrika

নতুন বউ বাড়িতে এনে নিখোঁজ রংপুরের মোত্তালিব, ৭ দিন পর লাশ মিলল বগুড়ায়

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৮: ৪০
নতুন বউ বাড়িতে এনে নিখোঁজ রংপুরের মোত্তালিব, ৭ দিন পর লাশ মিলল বগুড়ায়

বগুড়ার নন্দীগ্রামে সরিষাখেত থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম মোত্তালিব হোসেন (৪০)। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের গরীবউল্লাহ আকন্দের ছেলে। 

লাশ উদ্ধারের পর তাঁর পরনের জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল দেখে তাঁর চাচা আব্দুস সালাম মোত্তালিবকে শনাক্ত করেন। বিয়ের দুই দিন পর মোত্তালিব হোসেন নিরুদ্দেশ হয় বলে তাঁর চাচা পুলিশকে জানিয়েছেন। 

আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন। ওসি জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে নন্দীগ্রাম থানার সিংজানী গ্রামের এক সরিষাখেতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া যায়। লাশ পচে যাওয়ায় তাঁকে শনাক্ত করা যায়নি। পরে ফ্রিঙ্গার প্রিন্টের সাহায্যে নাম-ঠিকানা পাওয়া যায়। এরপর নিহতের চাচা গতকাল বৃহস্পতিবার রাতে থানায় এসে লাশ শনাক্ত করেন। 

চাচা আব্দুস সালামের বরাতে পুলিশ জানান, গত ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে বিয়ে করেন মোত্তালিব। ২০ ফেব্রুয়ারি নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে আসেন। ওই রাতে কাউকে না জানিয়ে মোত্তালিব বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকেই তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। 

নন্দীগ্রাম থানার ওসি বলেন, লাশ উদ্ধারের পর স্থানীয় গ্রাম পুলিশ লক্ষণ চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত