বগুড়া প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে সরিষাখেত থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম মোত্তালিব হোসেন (৪০)। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের গরীবউল্লাহ আকন্দের ছেলে।
লাশ উদ্ধারের পর তাঁর পরনের জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল দেখে তাঁর চাচা আব্দুস সালাম মোত্তালিবকে শনাক্ত করেন। বিয়ের দুই দিন পর মোত্তালিব হোসেন নিরুদ্দেশ হয় বলে তাঁর চাচা পুলিশকে জানিয়েছেন।
আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন। ওসি জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে নন্দীগ্রাম থানার সিংজানী গ্রামের এক সরিষাখেতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া যায়। লাশ পচে যাওয়ায় তাঁকে শনাক্ত করা যায়নি। পরে ফ্রিঙ্গার প্রিন্টের সাহায্যে নাম-ঠিকানা পাওয়া যায়। এরপর নিহতের চাচা গতকাল বৃহস্পতিবার রাতে থানায় এসে লাশ শনাক্ত করেন।
চাচা আব্দুস সালামের বরাতে পুলিশ জানান, গত ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে বিয়ে করেন মোত্তালিব। ২০ ফেব্রুয়ারি নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে আসেন। ওই রাতে কাউকে না জানিয়ে মোত্তালিব বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকেই তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
নন্দীগ্রাম থানার ওসি বলেন, লাশ উদ্ধারের পর স্থানীয় গ্রাম পুলিশ লক্ষণ চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
বগুড়ার নন্দীগ্রামে সরিষাখেত থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম মোত্তালিব হোসেন (৪০)। তিনি রংপুর জেলার পীরগাছা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের গরীবউল্লাহ আকন্দের ছেলে।
লাশ উদ্ধারের পর তাঁর পরনের জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল দেখে তাঁর চাচা আব্দুস সালাম মোত্তালিবকে শনাক্ত করেন। বিয়ের দুই দিন পর মোত্তালিব হোসেন নিরুদ্দেশ হয় বলে তাঁর চাচা পুলিশকে জানিয়েছেন।
আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন। ওসি জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে নন্দীগ্রাম থানার সিংজানী গ্রামের এক সরিষাখেতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া যায়। লাশ পচে যাওয়ায় তাঁকে শনাক্ত করা যায়নি। পরে ফ্রিঙ্গার প্রিন্টের সাহায্যে নাম-ঠিকানা পাওয়া যায়। এরপর নিহতের চাচা গতকাল বৃহস্পতিবার রাতে থানায় এসে লাশ শনাক্ত করেন।
চাচা আব্দুস সালামের বরাতে পুলিশ জানান, গত ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে বিয়ে করেন মোত্তালিব। ২০ ফেব্রুয়ারি নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে আসেন। ওই রাতে কাউকে না জানিয়ে মোত্তালিব বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকেই তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
নন্দীগ্রাম থানার ওসি বলেন, লাশ উদ্ধারের পর স্থানীয় গ্রাম পুলিশ লক্ষণ চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিখোঁজের দুই দিন পর শরীয়তপুরের ভেদরগঞ্জে তায়বা (৬) নামের এক শিশুর লাশ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ছৈয়ালকান্দি গ্রামের মেসবাহউদ্দীন মোল্লার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেএকটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর পেট ব্যথা শুরু হলে সে তার আরেক সহপাঠীকে নিয়ে সাভার আলীর ভেষজ ওষুধের দোকানে যায়। অসুস্থ ওই শিক্ষার্থীকে পেট পরীক্ষার নামে কবিরাজ তাকে গোপন কক্ষে নিয়ে যান। সেখানে কৌশলে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ওই শিক্ষার্থীর সহপাঠীকে বাইরের চেম্বারে বসিয়ে রাখা হয়েছিল।
১১ মিনিট আগেইসলামী ব্যাংকের ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এ সময় আন্দোলনকারীরা পরীক্ষা বয়কটের ঘোষণা দেন। আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দাবিদাওয়া-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এই মানববন্ধন করেন ব্যাংকের অন্তত পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
১৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। এতে দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরতে ভোগান্তিতে পড়েছেন তিন জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। বিকল্প উপায়ে তাঁরা বাড়ি ফেরার চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে