প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করোনা পরিস্থিতিতে। প্রতিষ্ঠান বন্ধ থাকলে অন্য এক স্বপ্ন বাসা বেঁধেছে তাদের মনে। কলাগাছ থেকে সুতো তৈরি করবে তাঁরা। তাদেরই একজন মোহন মিয়া। তিনি ইউটিউবে কলাগাছ থেকে সুতো তৈরির কৌশলটি দেখে উদ্বুদ্ধ হন।
বিষয়টি অন্য তিন বন্ধুর সঙ্গে শেয়ার করেন। মোহন ও শামীম লেখাপড়া করছেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সস্টিটিউটের ডিপ্লোমা মেকানিক্যাল টেকনোলোজির শেষ বর্ষে। তানজিরুল ইসলাম নাইম রসায়নে অনার্স করছেন ঢাকার তিতুমীর কলেজে। অন্যজন নাঈমুর রহমান লেখাপড়া করেছেন দশম শ্রেণী পর্যন্ত। স্বপ্ন বুনতে চার বন্ধু চলে আসেন নিজের ভিটা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরগিরিশের গুয়াহখোড়া গ্রামে।
প্রথমে তারা ময়মনসিংহ থেকে ফাইবার এক্সট্রাকশন মেশিন ৪০হাজার টাকা মূল্যে কিনে আনেন। এরই মধ্যে পুরো চরাঞ্চলে ছড়িয়ে পড়ে কলাগাছ থেকে সুতো তৈরির ঘটনাটি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সুতো তৈরি দেখতে আসলে উৎসাহ বাড়তে থাকে চার বন্ধুর। তাদের এই কাজে মুগ্ধ হয়ে ওই গ্রামের ওয়াহাব নামের একজন তাদের পাশে দাঁড়ান। তিনি একটি বড় টিনের ঘর তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেন।
এরপর কলাবাগান থেকে কলার কাদি কাটার পরে ফেলে দেওয়া কলাগাছ আনা হয়। লম্বা করে কেটে প্রসেস করা হয় সেগুলি। তারপর মূল মেশিন চালু করে সেখানে কলাগাছের ওই লম্বা অংশ ধরা হয়। আর আরেক পাশ দিয়ে সুতো হয়ে তা বের হয়। এই সুতো রোদে শুকালে ধারণ করে সোনালী বর্ণ। এভাবে প্রতিদিন ৩০-৩৫ কেজির মতো সুতো উৎপাদন করেন তাঁরা।
উদ্যোক্তা নাইম জানান, প্রতিদিন চরের নানা প্রান্ত থেকে ঘোড়ার গাড়ি যোগে কলাগাছগুলো বিনামূল্যে সংগ্রহ করে আনা হয়। গাড়ি প্রতি ভাড়া দিতে হয় দুইশ টাকা। দিনে প্রায় চার থেকে পাঁচটি গাড়িতে করে কলাগাছ আনা হয়। দূর্গম চরাঞ্চল হওয়ায় পরিবহণ ব্যয় অনেক বেশি।
উৎপাদিত সুতা বিক্রির বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, এখনো সুতা বিক্রি শুরু হয়নি। তবে ময়মনসিংহের এক উদ্যোক্তা ২৫০টাকা কেজি দরে ক্রয় করতে চেয়েছেন। আবার ঢাকার এক পার্টিও সুতো নেয়ার আগ্রহ দেখিয়েছেন। এ পর্যন্ত দেড়শ কেজি সুতো উৎপাদন হয়েছে বলে জানান এই তরুণ উদ্যোক্তারা।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবরটি নিঃসন্দেহে ভালো। কলাগাছের অবশিষ্টাংশ উৎকৃষ্ট জৈব সার। এ বিষয়ে সরকারি প্রণোদনার জন্যে চেষ্টা করবো।’
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করোনা পরিস্থিতিতে। প্রতিষ্ঠান বন্ধ থাকলে অন্য এক স্বপ্ন বাসা বেঁধেছে তাদের মনে। কলাগাছ থেকে সুতো তৈরি করবে তাঁরা। তাদেরই একজন মোহন মিয়া। তিনি ইউটিউবে কলাগাছ থেকে সুতো তৈরির কৌশলটি দেখে উদ্বুদ্ধ হন।
বিষয়টি অন্য তিন বন্ধুর সঙ্গে শেয়ার করেন। মোহন ও শামীম লেখাপড়া করছেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সস্টিটিউটের ডিপ্লোমা মেকানিক্যাল টেকনোলোজির শেষ বর্ষে। তানজিরুল ইসলাম নাইম রসায়নে অনার্স করছেন ঢাকার তিতুমীর কলেজে। অন্যজন নাঈমুর রহমান লেখাপড়া করেছেন দশম শ্রেণী পর্যন্ত। স্বপ্ন বুনতে চার বন্ধু চলে আসেন নিজের ভিটা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চরগিরিশের গুয়াহখোড়া গ্রামে।
প্রথমে তারা ময়মনসিংহ থেকে ফাইবার এক্সট্রাকশন মেশিন ৪০হাজার টাকা মূল্যে কিনে আনেন। এরই মধ্যে পুরো চরাঞ্চলে ছড়িয়ে পড়ে কলাগাছ থেকে সুতো তৈরির ঘটনাটি। বিভিন্ন জায়গা থেকে লোকজন এই সুতো তৈরি দেখতে আসলে উৎসাহ বাড়তে থাকে চার বন্ধুর। তাদের এই কাজে মুগ্ধ হয়ে ওই গ্রামের ওয়াহাব নামের একজন তাদের পাশে দাঁড়ান। তিনি একটি বড় টিনের ঘর তাদের কাজের জন্য ব্যবস্থা করে দেন।
এরপর কলাবাগান থেকে কলার কাদি কাটার পরে ফেলে দেওয়া কলাগাছ আনা হয়। লম্বা করে কেটে প্রসেস করা হয় সেগুলি। তারপর মূল মেশিন চালু করে সেখানে কলাগাছের ওই লম্বা অংশ ধরা হয়। আর আরেক পাশ দিয়ে সুতো হয়ে তা বের হয়। এই সুতো রোদে শুকালে ধারণ করে সোনালী বর্ণ। এভাবে প্রতিদিন ৩০-৩৫ কেজির মতো সুতো উৎপাদন করেন তাঁরা।
উদ্যোক্তা নাইম জানান, প্রতিদিন চরের নানা প্রান্ত থেকে ঘোড়ার গাড়ি যোগে কলাগাছগুলো বিনামূল্যে সংগ্রহ করে আনা হয়। গাড়ি প্রতি ভাড়া দিতে হয় দুইশ টাকা। দিনে প্রায় চার থেকে পাঁচটি গাড়িতে করে কলাগাছ আনা হয়। দূর্গম চরাঞ্চল হওয়ায় পরিবহণ ব্যয় অনেক বেশি।
উৎপাদিত সুতা বিক্রির বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, এখনো সুতা বিক্রি শুরু হয়নি। তবে ময়মনসিংহের এক উদ্যোক্তা ২৫০টাকা কেজি দরে ক্রয় করতে চেয়েছেন। আবার ঢাকার এক পার্টিও সুতো নেয়ার আগ্রহ দেখিয়েছেন। এ পর্যন্ত দেড়শ কেজি সুতো উৎপাদন হয়েছে বলে জানান এই তরুণ উদ্যোক্তারা।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘খবরটি নিঃসন্দেহে ভালো। কলাগাছের অবশিষ্টাংশ উৎকৃষ্ট জৈব সার। এ বিষয়ে সরকারি প্রণোদনার জন্যে চেষ্টা করবো।’
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৬ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে