Ajker Patrika

পাবনায় ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১০: ২৭
পাবনায় ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

নবগঠিত পাবনা জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন জেলার পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্তকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁকে পাবনায় প্রতিহতের ডাক দেন পদবঞ্চিতরা।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাবনা আলিয়া মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভটি বড় ব্রিজ হয়ে আব্দুল হামিদ সড়ক ও জেলা আওয়ামী লীগের কার্যালয় ঘুরে ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘মীর রবিউল ইসলাম সীমান্ত কখনোই পাবনায় রাজনীতি করেননি, পাবনার কোনো নেতা-কর্মী তাঁকে চেনেন না। তিনি ঢাকায় লেখাপড়া করেছেন, ঢাকায় রাজনীতি করেছেন। হঠাৎ করে তাঁকে পাবনায় নিয়ে এসে একটি চক্র পদ দিয়েছে। অথচ একেবারে তৃণমূল থেকে উঠে আসা একাধিক ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা রয়েছেন পাবনায়। তাঁদের বাদ দিয়ে যাঁকে কেউ চেনে না, তাঁকে সাধারণ সম্পাদক বানানো হলো। আসলে পাবনায় ছাত্রলীগের রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তাঁকে সাধারণ সম্পাদক করা হয়েছে।’

চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা বলেন, ‘আমরা তাঁকে এই পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে পাবনায় এসে পৌঁছালে তাঁকে প্রতিহত করা হবে। প্রয়োজনে আমরা সমস্ত ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা আমাদের আশ্রয়ের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনার বাসভবনে (গণভবন) যাব। সেখানে অবস্থান নিয়ে জননেত্রীর কাছে বিচার চাইব।’

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের নেতা ফরিদুল ইসলাম বাবু, সাইফুল ইসলাম, নিয়ন খান, সাইদুজ্জামান সজীব, রাকিব বিশ্বাস, রিয়ন বিশ্বাস প্রমুখ। বিক্ষোভে কয়েক শ নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাঁরা কমিটি বাতিলের দাবিতে নানান স্লোগান দেন।

গতকাল সোমবার পাবনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পাবনা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মিজানুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক পদে মীর রবিউল ইসলাম সীমান্তকে অনুমোদন দেওয়া হয়েছে।

পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সহসভাপতি পদে হাবিবুর রহমান রিঙ্কু এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুজিবুর রহমান খান ও হাসিব বিশ্বাস ফারাবীকে। এ ছাড়া এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মেহেদী হাসান, শাওন রেজা খান, সানাউল্লাহ সানি ও তৌশিকুর রহমান রাভাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত