Ajker Patrika

কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৭: ১৮
কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে কলেজ গেটের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন।

প্রায় আধা ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা এ সময় কোটাপদ্ধতি বাতিলের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, ‘একজন মেধাবী শিক্ষার্থী সারা বছর পড়াশোনা করে চাকরির বাজারে কোটার কাছে হেরে যাচ্ছেন। ভালো চাকরি পাচ্ছেন না। অথচ একজন অযোগ্য লোক কোটা থাকায় চাকরি পেয়ে যাচ্ছেন।’

রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকাআরেক শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকা অযৌক্তিক। কোটা যদি থাকে, তাহলে বৈষম্য থেকেই যায়। কোনো ধরনের বৈষম্য যাতে এই বাংলায় না হয়, এটা আমাদের চাওয়া।’ দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত