Ajker Patrika

নিখোঁজের আট দিন পর গমখেতে মিলল শিশু ঈশার মরদেহ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৫৫
নিখোঁজের আট দিন পর গমখেতে মিলল শিশু ঈশার মরদেহ

রাজশাহীর বাঘায় নিখোঁজের আট দিন পর গমখেত থেকে শিশু ঈশা খাতুনের (৫) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আড়ানী স্টেশন এলাকার ইক্ষু ক্রয় কেন্দ্রের পেছনে গমখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটি উপজেলার আড়ানী রেলস্টেশনসংলগ্ন নুরনগর গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, আজ বিকেলে আড়ানী ইক্ষু ক্রয় কেন্দ্রের পেছনে পেঁয়াজের খেত দেখতে যান শামিম হোসেন। এ সময় পাশের গমখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে পরিবারের লোকজনসহ সেখানে গিয়ে ঈশার মরদেহ চিহ্নিত করেন তাঁরা। 

ঈশার চাচা রুবেল বলেন, ‘আট দিন ধরে ভাতিজাকে খুঁজে পাচ্ছিলাম না। গমখেতে মরদেহ পড়ে থাকার খবরে গিয়ে দেখি তার মুখমণ্ডল কালো। তার গায়ের রং ও পোশাক দেখে তাকে চিহ্নিত করা হয়।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অর্ধগলিত মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। তার মুখ দেখে চেনা যাচ্ছিল না। তবে তার পোশাক দেখে লাশ চিহ্নিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত