নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সুগার মিলে চিনির দাম বেশি চাওয়ার প্রতিবাদ করায় রফিকুল ইসলাম নামে এক মৌসুমি চালককে ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর লোকজন সুগার মিলের প্রশাসনিক ভবনে পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় মারফুল ইসলাম দুলাল নামে মিলের এক ওজনদার আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজশাহী সুগার মিলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, এক বস্তা (৫০ কেজি) চিনির দাম ৬ হাজার ২০০ টাকা। কিন্তু তাঁর কাছে সাড়ে ৬ হাজার টাকা চাওয়া হয়। এর প্রতিবাদ করলে রেশন বিতরণের দায়িত্বে থাকা করণিক শাহীনুর রহমান ও ওজনদার মারফুল বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এতে চোখের নিচে জখম হয়। মার খেয়ে তিনি চিনিকল থেকে বের হয়ে বাসায় চলে যান। এ সময় তাঁকে রক্তাক্ত দেখে ‘এলাকার ছেলেরা’ চিনিকলে হামলা চালায়।
রেশন করণিক শাহীনুর বলেন, দুপুরের দিকে রফিকুল রেশনের এক মণ চিনি নিতে আসেন। এ সময় তাঁর কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরও ২০ টাকা চাইলে তর্কবিতর্ক শুরু করেন। এর জেরে রফিকুল ফোন করে নিজের এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত এসে প্রশাসন ভবনে হামলা করে। এ সময় তাঁকে ও মারফুলকে মারধর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর বলেন, ‘হামলাকারীরা তিনতলা প্রশাসন ভবনের প্রতিটি ফ্লোরেই কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ভাঙচুর করেছে। চেয়ার, টেবিল ও টেবিলের কাচ ভাঙা হয়েছে। সাতটি কম্পিউটার ও প্রিন্টার ভেঙে ফেলা হয়েছে। চিনি বিক্রির কিছু টাকাও লুট হয়েছে। এ ব্যাপারে আমরা দ্রুতই থানায় একটা অভিযোগ দায়ের করব।’
তিনি বলেন, ‘কেন এমন ঘটনা ঘটেছে, সেটা এখনই বলতে পারছি না। পুলিশ এসেছে, তদন্ত করছে।’
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘প্রাথমিক তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী সুগার মিলে চিনির দাম বেশি চাওয়ার প্রতিবাদ করায় রফিকুল ইসলাম নামে এক মৌসুমি চালককে ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর লোকজন সুগার মিলের প্রশাসনিক ভবনে পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় মারফুল ইসলাম দুলাল নামে মিলের এক ওজনদার আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজশাহী সুগার মিলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, এক বস্তা (৫০ কেজি) চিনির দাম ৬ হাজার ২০০ টাকা। কিন্তু তাঁর কাছে সাড়ে ৬ হাজার টাকা চাওয়া হয়। এর প্রতিবাদ করলে রেশন বিতরণের দায়িত্বে থাকা করণিক শাহীনুর রহমান ও ওজনদার মারফুল বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এতে চোখের নিচে জখম হয়। মার খেয়ে তিনি চিনিকল থেকে বের হয়ে বাসায় চলে যান। এ সময় তাঁকে রক্তাক্ত দেখে ‘এলাকার ছেলেরা’ চিনিকলে হামলা চালায়।
রেশন করণিক শাহীনুর বলেন, দুপুরের দিকে রফিকুল রেশনের এক মণ চিনি নিতে আসেন। এ সময় তাঁর কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ আরও ২০ টাকা চাইলে তর্কবিতর্ক শুরু করেন। এর জেরে রফিকুল ফোন করে নিজের এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর একদল দুর্বৃত্ত এসে প্রশাসন ভবনে হামলা করে। এ সময় তাঁকে ও মারফুলকে মারধর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর বলেন, ‘হামলাকারীরা তিনতলা প্রশাসন ভবনের প্রতিটি ফ্লোরেই কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ভাঙচুর করেছে। চেয়ার, টেবিল ও টেবিলের কাচ ভাঙা হয়েছে। সাতটি কম্পিউটার ও প্রিন্টার ভেঙে ফেলা হয়েছে। চিনি বিক্রির কিছু টাকাও লুট হয়েছে। এ ব্যাপারে আমরা দ্রুতই থানায় একটা অভিযোগ দায়ের করব।’
তিনি বলেন, ‘কেন এমন ঘটনা ঘটেছে, সেটা এখনই বলতে পারছি না। পুলিশ এসেছে, তদন্ত করছে।’
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘প্রাথমিক তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
১ ঘণ্টা আগে