বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে গলায় ছুরি মেরে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা ও লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগাতিপাড়া উপজেলার মৃত আইয়ুব আলীর ছেলে আশরাফুল হক আবু (৩২), পেরাবাড়িয়া গ্রামের আল আমিনের ছেলে নাসিম হোসেন (১৬) ও বড়াইগ্রামের কাটাশকোল গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুরুজ আলী (১৯)।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, ঘটনার পর থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাটারিচালিত অটোভ্যান ও ছিনতাইয়ে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটো ভ্যানচালককে গলা কেটে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে উপজেলার রামাগাড়ী বাঁশবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ভ্যানচালকের নাম আবু তালেব (৪৫)। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে। এ ঘটনায় গতকাল শনিবার তালেবের স্ত্রী মাবিয়া বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি দস্যুতার মামলা করেন।
মাবিয়া বেগম বলেন, রাত ৮টার দিকে চারজন যাত্রী নিয়ে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার থেকে বড়াইগ্রামের রামাগাড়ী বাজারের উদ্দেশে রওনা দেন তাঁর স্বামী। রামাগাড়ী সড়কে পৌঁছানোর পর ভ্যানে থাকা ব্যক্তিরা আবু তালেবকে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ওই হাসপাতালের চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাঁর গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোরের বড়াইগ্রামে গলায় ছুরি মেরে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা ও লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগাতিপাড়া উপজেলার মৃত আইয়ুব আলীর ছেলে আশরাফুল হক আবু (৩২), পেরাবাড়িয়া গ্রামের আল আমিনের ছেলে নাসিম হোসেন (১৬) ও বড়াইগ্রামের কাটাশকোল গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুরুজ আলী (১৯)।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, ঘটনার পর থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাটারিচালিত অটোভ্যান ও ছিনতাইয়ে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত অটো ভ্যানচালককে গলা কেটে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে উপজেলার রামাগাড়ী বাঁশবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ভ্যানচালকের নাম আবু তালেব (৪৫)। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে। এ ঘটনায় গতকাল শনিবার তালেবের স্ত্রী মাবিয়া বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি দস্যুতার মামলা করেন।
মাবিয়া বেগম বলেন, রাত ৮টার দিকে চারজন যাত্রী নিয়ে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার থেকে বড়াইগ্রামের রামাগাড়ী বাজারের উদ্দেশে রওনা দেন তাঁর স্বামী। রামাগাড়ী সড়কে পৌঁছানোর পর ভ্যানে থাকা ব্যক্তিরা আবু তালেবকে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ওই হাসপাতালের চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাঁর গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩১ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
৩৬ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৪০ মিনিট আগে