Ajker Patrika

বড়াইগ্রামে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে জখম

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে জখম

নাটোরের বড়াইগ্রামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের বর্ণী মাড়িয়াবাদ ক্যাথলিক চার্চের পেছনে এ ঘটনা ঘটে। 

পরে আহত রুবেল হোসেনকে (২৪) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর কান্দিপাড়া গ্রামের মুক্তার হোসেন ছেলে। এ ছাড়া তিনি ক্যাডেট ইউনিয়ন সমবায় সমিতিতে চাকরি করেন।

রুবেল হোসেনের চাচা মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিন জোনাইল এলাকায় টিউশনি শেষ করে বাড়ি ফেরেন রুবেল হোসেন। আজ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বর্ণী মাড়িয়াবাদ ক্যাথলিক চার্চের পেছনে পৌঁছালে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ নিতে চায় অজ্ঞাতনামা এক ব্যক্তি। ব্যাগ দিতে রাজি না হলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত