নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ধানখেতে কাজ করার সময় একটি সাপ ছোবল দিয়েছিল এক কৃষককে। তিনি আতঙ্কিত না হয়ে সাপটি ধরে পিটিয়ে মারেন এবং তা নিয়েই চলে যান হাসপাতালে।
রাজশাহীর চারঘাট উপজেলার ঘটনা এটি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ওই কৃষকের নাম হেফজুল আলী (৪৫)। তিনি চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের জসিম প্রামাণিকের ছেলে।
আজ সকালে ধানখেতে কাজের সময় কৃষক হেফজুলের গালে সাপ ছোবল দেয়। সাপটিকে মেরে ফেলার পর হেফজুল প্রথমে গিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বেলা ১১টার দিকে তিনি একটি মৃত সাপ নিয়ে রামেক হাসপাতালে যান। তখনো তিনি মৃত সাপের লেজ ধরে ঝুলিয়ে ধরে ছিলেন।
হাসপাতালে আসার পর তিনি নিজেই কাউন্টার থেকে টিকিট কেটে ভর্তি হন ১৬ নম্বর ওয়ার্ডে। আর তাঁর এ কাণ্ড দেখে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকে এ সময় হেফজুলের দিকে অবাকদৃষ্টিতে তাকিয়ে থাকেন।
আহত কৃষক হেফজুল জানান, আজ সকাল ৮টার দিকে ধানখেতে কাজ করার সময় একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। এ সময় তিনি আতঙ্কিত না হয়ে নিজেই সাপটি পিটিয়ে মেরে ফেলেন। পরে সাপসহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যান। কিন্তু সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি রামেক হাসপাতালে এসে ভর্তি হন। তাঁর ধারণা, চিকিৎসকেরা সাপ দেখলে দ্রুত সঠিক ওষুধ (এন্টিভেনম) দিতে পারবেন। তাতে তাঁর সঠিক চিকিৎসা হবে এমন আশায় সাপটি সঙ্গে নিয়ে এসেছেন।
হাসপাতালের চিকিৎসকেরা হেফজুলকে জানিয়েছেন, তাঁর অবস্থা বর্তমানে ভালো। অনেকে সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান। তিনি সেটি না করে হাসপাতালে চলে এসেছেন। এটি তাঁর সঠিক সিদ্ধান্ত ছিল।
ধানখেতে কাজ করার সময় একটি সাপ ছোবল দিয়েছিল এক কৃষককে। তিনি আতঙ্কিত না হয়ে সাপটি ধরে পিটিয়ে মারেন এবং তা নিয়েই চলে যান হাসপাতালে।
রাজশাহীর চারঘাট উপজেলার ঘটনা এটি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ওই কৃষকের নাম হেফজুল আলী (৪৫)। তিনি চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের জসিম প্রামাণিকের ছেলে।
আজ সকালে ধানখেতে কাজের সময় কৃষক হেফজুলের গালে সাপ ছোবল দেয়। সাপটিকে মেরে ফেলার পর হেফজুল প্রথমে গিয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বেলা ১১টার দিকে তিনি একটি মৃত সাপ নিয়ে রামেক হাসপাতালে যান। তখনো তিনি মৃত সাপের লেজ ধরে ঝুলিয়ে ধরে ছিলেন।
হাসপাতালে আসার পর তিনি নিজেই কাউন্টার থেকে টিকিট কেটে ভর্তি হন ১৬ নম্বর ওয়ার্ডে। আর তাঁর এ কাণ্ড দেখে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকে এ সময় হেফজুলের দিকে অবাকদৃষ্টিতে তাকিয়ে থাকেন।
আহত কৃষক হেফজুল জানান, আজ সকাল ৮টার দিকে ধানখেতে কাজ করার সময় একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। এ সময় তিনি আতঙ্কিত না হয়ে নিজেই সাপটি পিটিয়ে মেরে ফেলেন। পরে সাপসহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যান। কিন্তু সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি রামেক হাসপাতালে এসে ভর্তি হন। তাঁর ধারণা, চিকিৎসকেরা সাপ দেখলে দ্রুত সঠিক ওষুধ (এন্টিভেনম) দিতে পারবেন। তাতে তাঁর সঠিক চিকিৎসা হবে এমন আশায় সাপটি সঙ্গে নিয়ে এসেছেন।
হাসপাতালের চিকিৎসকেরা হেফজুলকে জানিয়েছেন, তাঁর অবস্থা বর্তমানে ভালো। অনেকে সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান। তিনি সেটি না করে হাসপাতালে চলে এসেছেন। এটি তাঁর সঠিক সিদ্ধান্ত ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৩ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৬ মিনিট আগে