Ajker Patrika

বগুড়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রদল-শিবিরের তিনজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রদল-শিবিরের তিনজন গ্রেপ্তার

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলন থেকে অস্থায়ী পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের নামে বুধবার মামলাটি দায়ের করেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। মামলায় পুলিশ ছাত্রদলের সামিউর রহমান, মোহন বাবু এবং ছাত্র শিবিরের ওহেদুর রহমান পটল নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। 

আজ বুধবার বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে বিক্ষোভ মিছিল করে। এ সময় গ্রেপ্তারকৃত তিনজন সহ এজাহারে উল্লেখিত আসামিরা সাতমাথায় অস্থায়ী পুলিশ বক্স, মুজিব মঞ্চ মোটরসাইকেলসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে এবং লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে ১০ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লেড বল, রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের মামলায় আসামি করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধেই পুলিশ মামলা করেছে। গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত