বগুড়া প্রতিনিধি
বগুড়ায় কোটা সংস্কার আন্দোলন থেকে অস্থায়ী পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের নামে বুধবার মামলাটি দায়ের করেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। মামলায় পুলিশ ছাত্রদলের সামিউর রহমান, মোহন বাবু এবং ছাত্র শিবিরের ওহেদুর রহমান পটল নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে বিক্ষোভ মিছিল করে। এ সময় গ্রেপ্তারকৃত তিনজন সহ এজাহারে উল্লেখিত আসামিরা সাতমাথায় অস্থায়ী পুলিশ বক্স, মুজিব মঞ্চ মোটরসাইকেলসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে এবং লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে ১০ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লেড বল, রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের মামলায় আসামি করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধেই পুলিশ মামলা করেছে। গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ায় কোটা সংস্কার আন্দোলন থেকে অস্থায়ী পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের নামে বুধবার মামলাটি দায়ের করেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। মামলায় পুলিশ ছাত্রদলের সামিউর রহমান, মোহন বাবু এবং ছাত্র শিবিরের ওহেদুর রহমান পটল নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে বিক্ষোভ মিছিল করে। এ সময় গ্রেপ্তারকৃত তিনজন সহ এজাহারে উল্লেখিত আসামিরা সাতমাথায় অস্থায়ী পুলিশ বক্স, মুজিব মঞ্চ মোটরসাইকেলসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে এবং লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে ১০ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, লেড বল, রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের মামলায় আসামি করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধেই পুলিশ মামলা করেছে। গ্রেপ্তারকৃত তিনজনকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়ে প্রত্যাহার করেছেন ২০ জন। তাঁদের মধ্যে কেন্দ্রীয় সংসদে ১১ ও হল সংসদে ৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ ছাড়া তথ্যগত ভুলসহ বিভিন্ন কারণে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
১০ মিনিট আগেময়মনসিংহ জেলা পরিষদে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের ‘জনস্বাস্থ্য’ উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬ লাখ টাকা বরাদ্দে অনিয়ম-দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায় দুদক ময়মনসিংহের চার সদস্যের একটি দল।
২৪ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (কুকসু) গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়।
২৭ মিনিট আগেনড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ।
৩০ মিনিট আগে